আরজি কর-কাণ্ডে গর্জে উঠল বলিউড, ‘ফাঁসিতে ঝোলানো হোক’, সুর চড়ালেন সোনাক্ষী-পরিণীতি, আয়ুষ্মানরা

কলকাতা: আরজি কর-কাণ্ডে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এবার গর্জে উঠল বলিউড৷ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে গোটা দেশে৷ প্রতিবাদে গর্জে উঠলেন…

bolly protest

কলকাতা: আরজি কর-কাণ্ডে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এবার গর্জে উঠল বলিউড৷ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে গোটা দেশে৷ প্রতিবাদে গর্জে উঠলেন কঙ্গনা রানাউত, স্বরা ভাস্কররা৷ অপরাধীর কড়া শাস্তির দাবিতে সরব হলেন সোনাক্ষী সিনহা, পরিণীতি চোপড়া, আয়ুষ্মান খুরানারা।

আর জি করের ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী পরিণীতি চোপরা বলেন,  “আপনার যদি এটা পড়তে গিয়েই বুক কেঁপে ওঠে, তাহলে একবার ভেবে দেখুন, ওই মেয়েটি কী ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। নিন্দনীয়। ভয়ঙ্কর।” কারও নাম উল্লেখ না করেই অভিনেত্রীর দাবি, “ওই দোষীকে ফাঁসিতে ঝোলানো হোক।”

 

এক মহিলা সাংবাদিকের ভিডিও শেয়ার করে অভিনেত্রী সোনাক্ষী আওয়াজ তোলার ডাক দেন। তিনি লিখেছেন, “আর জি কর মেডিকেল কলেজের এই ঘটনা এখন আর শুধুমাত্র ডাক্তারদের সমস্যা নয়। একজন মহিলা যদি নিজের কর্মক্ষেত্রে নিরাপদ না থাকেন, তাহলে এর শেষ কোথায়? এটা দিল্লির নির্ভয়া কাণ্ডের চেয়ে কোনও অংশে কম নয়।’’ তাঁর আরও সংযোজন, ‘‘এহেন মানসিক বিকারগ্রস্ত অপরাধীকে কঠোরতম শাস্তি দিয়ে গোটা সমাজের কাছে উদাহরণ গড়ে তুলুন।”