মুম্বই: বছর শেষের আগে ফের দুঃসংবাদ বলিউডে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি’সুজা। শুক্রবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে রেমোর স্বাস্থ্যের অবস্থা বেশ খারাপ ছিল। কিন্তু তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন।
কোরিওগ্রাফার ও পরিচালকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রেমোর হার্ট অ্যাটাক হয়েছে। তবে তিনি এখন স্থিতিশীল। শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে তাঁর। স্ত্রী লিজেল নিয়মিত তাঁর সঙ্গে হাসপাতালে রয়েছেন। রেমো ডি’সুজার অ্যাঞ্জিওগ্রাফি সার্জারি হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: কেন্দ্রের তলবে না যাওয়ার ইঙ্গিত মুখ্যসচিব-ডিজিপির! কোন আইনে তলব? প্রশ্ন কল্যাণের
কোরিওগ্রাফার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন রেমো ডি সুজা। সেখান থেকে তিনি ফিল্মমেকিংয়ে আসেন। রেমো ‘ফলতু’ ছবি দিয়ে তাঁর পরিচালনা শুরু করেন। এরপর ‘এবিসিডি: যে কোনও শরীরের ক্যান ড্যান্স’ (২০১৩), ‘এবিসিডি ২’ (২০১৫) এবং ‘রেস ৩’ (২০১৮)-এর মতো ছবি পরিচালনা করেন। রেমোর সর্বশেষ পরিচালনায় ছিল ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’। ছবিতে অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। জাতীয় পুরষ্কার প্রাপ্ত এই কোরিওগ্রাফার সম্প্রতি প্রকাশ করেছিলেন যে তিনি সরোজ খানের উপর একটি চলচ্চিত্র তৈরি করতে আগ্রহী, এবং এটি প্রয়াত কোরিওগ্রাফারেরও ইচ্ছা ছিল। রেমো বলেছিলেন “আমাদের এনিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। সরোজ খান বলেছিলেন, যদি আমায় নিয়ে কেউ বায়োপিক বানায় তবে তুইই বানাস। কারণ তুই ডান্স আর স্ট্রাগল, দুটোই বুঝিস।”