মায়ের সঙ্গে রেড কার্পেট দাপাল আরাধ্যা

মুম্বই : ২০০২ সালে প্রথমবার কান চলচিত্র উৎসবের রেড কার্পেটে হেঁটেছিলেন রাই সুন্দরী। তারপর থেকে যতবারই প্রাক্তন বিশ্ব সুন্দরী কানে গিয়েছেন ততবারই ফোটগ্রাফারদের ক্যামেরার ফ্ল্যাশ তাকে ঘিরেই সবচেয়ে বেশি ঝলক দেখিয়েছে। ফ্রেঞ্চ রিভিয়েরো আয়োজিত কান চলচিত্র উৎসব ২০১৯ অবশ্য একেবারেই আলাদা। কারণ এবার রাই সুন্দরীর হাত ধরে রেড কার্পেট পর্যন্ত এসেছিল তাঁর ৭ বছরের মেয়ে

d39b179e38d7bdf4917f5d16a03066b7

মায়ের সঙ্গে রেড কার্পেট দাপাল আরাধ্যা

মুম্বই : ২০০২ সালে প্রথমবার কান চলচিত্র উৎসবের রেড কার্পেটে হেঁটেছিলেন রাই সুন্দরী। তারপর থেকে যতবারই প্রাক্তন বিশ্ব সুন্দরী কানে গিয়েছেন ততবারই ফোটগ্রাফারদের ক্যামেরার ফ্ল্যাশ তাকে ঘিরেই সবচেয়ে বেশি ঝলক দেখিয়েছে। ফ্রেঞ্চ রিভিয়েরো আয়োজিত কান চলচিত্র উৎসব ২০১৯ অবশ্য একেবারেই আলাদা। কারণ এবার রাই সুন্দরীর হাত ধরে রেড কার্পেট পর্যন্ত এসেছিল তাঁর ৭ বছরের মেয়ে আরাধ্যা।

লেবাননের ডিজাইনার জিন লুইস সাবাজির তৈরি মেটালিক সোনালি রঙের ফিস কাট গাউনে কানের রেড কার্পেট ঝলসে দিলেন ঐশ্বর্য রাই বচ্চন। ১৮ মিটার চামড়া দিয়ে ওই বিশেষ গাউনটি তৈরি করতে ২০০ ঘন্টা লেগেছে বলেই জানিয়েছেন সাবাজি। তবে এদিন সব আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ছোট্ট আরাধ্যা। মায়ের মতোই মানানসই হালকা হলুদ রঙের ফ্রকে রেড কার্পেটে পৌঁছলে অসংখ্য ফ্ল্যাশ ঝলসে ওঠে দুজনকে ফ্রেমবন্দি করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *