Y+ ক্যাটেগরির নিরাপত্তা পেলেন রবি কিষন, উত্তরপ্রদেশকে ধন্যবাদ জানিয়ে ট্রোলড অভিনেতা

মুম্বই: বলিউডে ড্রাগ মামলার বিষয়ে মন্তব্য করার জন্য মৃত্যুর হুমকি পেয়েছেন অভিনেতা ও বিজেপি সাংসদ রবি কিষন। এরপরই কেন্দ্রের কাছে Y+ ক্যাটেগরির নিরাপত্তার দাবি করেন তিনি। অভিনেতার দাবি মেনে তাঁকে নিরাপত্তা দেওয়াও হয়। আর তারপরই Y+ ক্যাটেগরির নিরাপত্তা পাওয়ার জন্য ট্রোলড হলেন রবি কিষেন। অনেকেই সুরক্ষা পাওয়ার জন্য এই অভিনেতাকে নিন্দা করেছেন এবং কটাক্ষ করে বলেছেন উত্তরপ্রদেশ সরকার রাজ্যের মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

 

মুম্বই: বলিউডে ড্রাগ মামলার বিষয়ে মন্তব্য করার জন্য মৃত্যুর হুমকি পেয়েছেন অভিনেতা ও বিজেপি সাংসদ রবি কিষন। এরপরই কেন্দ্রের কাছে Y+ ক্যাটেগরির নিরাপত্তার দাবি করেন তিনি। অভিনেতার দাবি মেনে তাঁকে নিরাপত্তা দেওয়াও হয়। আর তারপরই Y+ ক্যাটেগরির নিরাপত্তা পাওয়ার জন্য ট্রোলড হলেন রবি কিষেন। অনেকেই সুরক্ষা পাওয়ার জন্য এই অভিনেতাকে নিন্দা করেছেন এবং কটাক্ষ করে বলেছেন উত্তরপ্রদেশ সরকার রাজ্যের মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।
 

সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরাসের এক যুবতীকে চার ব্যক্তির নির্মমভাবে গণধর্ষণ করার পরে তাঁকে খুনের চেষ্টা করে। এদিকে বৃহস্পতিবারই তাঁর টুইটার হ্যান্ডেলে রবি কিষন উত্তরপ্রদেশ সরকারকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে তাঁর কণ্ঠ জনগণের চিন্তায় প্রতিধ্বনিত থাকবে। তিনি লিখেছেন, “শ্রদ্ধেয় আদিত্যনাথজি, আমার সুরক্ষা মাথায় রেখে, আপনি আমাকে এবং আমার পরিবারকে Y+ ক্যাটেগরির নিরাপত্তা সরবরাহ করেছেন। আমরা, আমার লোকসভা কেন্দ্রের লোকেরা, আপনার প্রতি ঋণী এবং আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমার কণ্ঠ অনুরণন অব্যাহত রাখবে।”

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে অনুরাগকে জিজ্ঞাসাবাদ, মুম্বই পুলিশের প্রশ্নের উত্তরে কী বললেন পরিচালক?

গত মাসের গোড়ার দিকে অভিনেত্রী কঙ্গনাকে Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে বলে জানালো স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি মন্ত্রক তরফে বলা হয়, নিরাপত্তায় কঙ্গনার সঙ্গে রয়েছেন ৩টি শিফট মিলিয়ে ৩ জন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক ও ১০ থেকে ১১ জন কম্যান্ডো৷ পাশাপাশি বাড়িতেও অভিনেত্রীকে নিরাপত্তা দেওয়া হচ্ছে৷ এরপরই অভিনেত্রী কঙ্গনা রানাউত টুইটারে লেখেন, ‘‘প্রমাণ হয়ে গেল কোনও ফ্যাসিবাদী শক্তি জাতীয়তাবাদী কণ্ঠকে রোধ করতে পারবে না।’’ কঙ্গনা অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন৷ পাশাপাশি ভারতের মেয়েদের আত্মসম্মান রক্ষা করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনেত্রী কুর্নিশ জানান তিনি। এই বিষয়ে হিমাচল প্রদেশের ডিজিপি সঞ্জয় কুণ্ডু সংবাদমাধ্যমে জানান, মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের নির্দেশে কঙ্গনার কতটা ঝুঁকি আছে, তা বিশ্লেষণ করার পর স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়৷ তারপর মন্ত্রকের তরফে অভিনেত্রীকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 3 =