রবিনার নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল, পুলিশে FIR দায়ের অভিনেত্রীর

মুম্বই: সোশ্যাল সাইটে অভিনেত্রী রবিনা ট্যান্ডনের নামে ভুয়ো প্রোফাইল। আর সেই প্রোফাইল থেকে মুম্বই পুলিশের প্রধান পরম বীর সিংহকে অপমান করে টুইট পোস্ট করা হল। সেই নিয়ে এক অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন রবিনা ট্যান্ডন নিজেই।

মুম্বই: সোশ্যাল সাইটে অভিনেত্রী রবিনা ট্যান্ডনের নামে ভুয়ো প্রোফাইল। আর সেই প্রোফাইল থেকে মুম্বই পুলিশের প্রধান পরম বীর সিংহকে অপমান করে টুইট পোস্ট করা হল। সেই নিয়ে এক অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন রবিনা ট্যান্ডন নিজেই।

মুম্বই পুলিশের সাইবার সেলের এক কর্তা জানিয়েছেন, অভিযুক্তরা সিংহের একটি ভিডিও তৈরি করেছিল। রবিনার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেই টুইটার হ্যান্ডেল থেকে আপত্তিজনক পোস্ট করেছে সে। শুধু তাই নয়, অভিযুক্তরা ওই টুইটার পোস্টের মাধ্যমে মারাঠি ভাষাকেও বদনাম করেছে বলে অভিযোগ। পুলিশ তথ্য প্রযুক্তি আইনের আওতায় ধর্মীয় বিশ্বাসে আঘাত হানা, প্রকাশ্যে অনাচার এবং পরিচয় চুরির অভিযোগে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একজন দ্বিতীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে মুম্বই পুলিশ এবং রাজ্য সরকারকে বদনাম করার জন্য এটি ব্যবহার করা হয়েছিল। মামলা দায়ের করার পর টুইটার হ্যান্ডেলটিকে ব্লক করে দেওয়া হয়।

কিছুদিন আগে অভিনেত্রী রবিনা ট্যান্ডন আরও একবার খবরে এসেছিলেন। সেবার দুর্গা প্রতিমার একটি ছবি শেয়ার করেন তিনি টুইট করেছিলেন। বড়িশা ক্লাবের দুর্গা প্রতিমার ছবি শেয়ার করে লিখেছিলেন, “কলকাতার অন্যতম প্রধান প্যান্ডেলে এই বছরের পুজোর জন্য ভাস্কর পল্লব ভৌমিকের কাজ। মা দুর্গা ও তাঁর সন্তানরা এখানে পরিযায়ী শ্রমিক।” পল্লব ভৌমিক বলেন, “আমি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় নেই এবং আমার ধারণাও ছিল না যে বলিউড তারকারা আমার সৃষ্টি পছন্দ করেছেন। এই প্রতিমাটি তৈরি করতে আমার দুই মাস সময় লেগেছে। আমি আগস্টে এর কাজ শুরু করি। এটি ফাইবার গ্লাস দিয়ে তৈরি। রিন্টু দাস এই থিমটি তৈরি করেছিলেন এবং আমি তাঁর নির্দেশনা অনুযায়ী প্রতিমাটি তৈরি করেছি। আমার প্রধান প্রেরণা তাঁর দুর্গা সিরিজ থেকে প্রয়াত শিল্পী বিকাশ ভট্টাচার্যের চিত্রকর্ম।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *