কলকাতা: ৫০ লক্ষ টাকা তোলা দিতে হবে না হলে খুন করা হবে! এমনই হুমকি পেলেন সঙ্গীত শিল্পী ওস্তাদ রাশিদ খান। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, যে দুজন গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে একজন রাশিদ খানের গাড়ি চালক ছিলেন এক সময়। অন্যজন ছিলেন তাঁর অফিসের একজন প্রাক্তন কর্মী।
পুলিশ জানিয়েছে, যে দুজন ধরা পড়েছে তাদের একজনের নাম অভিনাশ কুমার ভারতী এবং অন্য জনের নাম দীপক অওলাখ। অবিনাশ ছিলেন রাশিদ খানের গাড়ির চালক এবং দীপক ছিলেন তার অফিসের একজন প্রাক্তন কর্মী। অবিনাশ বিহারের বেগুসারাইয়ের বাসিন্দা এবং দীপক উত্তরপ্রদেশের আমরোহার বাসিন্দা। দুজনকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে শহরে আনা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ রাশিদ খানের পরিবারের তরফে জানতে পেরেছিল, বিগত কয়েক দিন ধরেই শিল্পীর মেয়ের ফোনে একাধিক ফোন আসতে শুরু করে অচেনা নম্বর থেকে এবং ফোন করেই ক্রমাগত হুমকি দেওয়া হয়। টাকা দিতে বলার পাশাপাশি কেউ হুমকি দেওয়া হয় যে বাড়ির আশেপাশে বন্দুকবাজরা ঘুরছে, সুযোগ পেলে তারা রাশিদ খানকে খুন করবে। এর পরেই শিল্পীর পরিবার নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ আরও জানতে পেরেছে, কিছুদিন শিল্পীর অফিসে কাজ করার পর দীপক নিজের দেশের বাড়ি ফিরে গিয়েছিল এবং তারপর থেকেই হোয়াটসঅ্যাপে হুমকি দিতে শুরু করেছিল। দাবি করেছিল যে তাকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লক্ষ টাকা দিতে হবে। যদিও পরে সে ২০ লক্ষ টাকা দাবি করেছিল। এখন আপাতত দুজনেই পুলিশি হেফাজতে রয়েছে এবং তাদের জেরা করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।