অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নামে ধর্ষণ, পরিচালকের যাবজ্জীবন

মুম্বই: টিভিতে অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে এক তরুণীকে লাগাতার ধর্ষণের দায়ে এক কাস্টিং ডিরেক্টরকে যাবজ্জ্বীবন কারাদণ্ড দিল মুম্বইয়ের নিম্ন আদালত। তরুণীর নগ্ন ছবি তাঁর স্বামীর কাছেও পাঠায় ওই ডিরেক্টর। এর ফলে মেয়েটি ও তাঁর সদ্যোজাত সন্তানকে ছেড়ে চলে যায় তাঁর স্বামী। এ ভাবে একটি মেয়ের জীবন নষ্ট করে দেওয়ার কোনও ক্ষমা নেই বলে

অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নামে ধর্ষণ, পরিচালকের যাবজ্জীবন

মুম্বই: টিভিতে অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে এক তরুণীকে লাগাতার ধর্ষণের দায়ে এক কাস্টিং ডিরেক্টরকে যাবজ্জ্বীবন কারাদণ্ড দিল মুম্বইয়ের নিম্ন আদালত।

তরুণীর নগ্ন ছবি তাঁর স্বামীর কাছেও পাঠায় ওই ডিরেক্টর। এর ফলে মেয়েটি ও তাঁর সদ্যোজাত সন্তানকে ছেড়ে চলে যায় তাঁর স্বামী। এ ভাবে একটি মেয়ের জীবন নষ্ট করে দেওয়ার কোনও ক্ষমা নেই বলে জানিয়েছে আদালত। ধর্ষণের দায়ে যে কাস্টিং ডিরেক্টরের নাম রবীন্দ্রনাথ ঘোষ। মুম্বইয়ের এক দায়রা আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১ লক্ষ ৩১ হাজার টাকা জরিমানাও করেছে।

অভিযোগ, ২০১২ সালের ফেব্রুয়ারিতে মাধ আইল্যান্ডের এক লজে তিনি কাস্টিং ডিরেক্টরের সঙ্গে দেখা করেন। সেখানে তরুণী ধর্ষিত হন। রবীন্দ্রনাথ ঘোষ তাঁর নগ্ন ছবি তুলে রাখেন। চলে হুমকি৷ ২০১৩ সালের ডিসেম্বরে তরুণী রবীন্দ্রনাথ ঘোষের নামে পুলিশে অভিযোগ করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তিনি জেল থেকেও তরুণীকে হুমকি দিয়ে চিঠি পাঠাতেন বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − three =