‘তোর মতোই একটা সন্তান চাই’, আবদার রণবীরের, তবে কি শীঘ্রই মা হচ্ছেন দীপিকা?

‘তোর মতোই একটা সন্তান চাই’, আবদার রণবীরের, তবে কি শীঘ্রই মা হচ্ছেন দীপিকা?

মুম্বই: বলিউডে অন্যতম হট কাপল দীপিকা পাডুকোন আর রণবীর সিং৷ এই লাভ বার্ডসকে নিয়ে তাঁদের ভক্তদের উৎকণ্ঠার অন্ত নেই৷ এরই মধ্যে হাসপাতালের বাইরে ঢিলেঢালা পোশাকে দীপিকাকে দেখে জল্পনার জাল বুনতে শুরু করেছিল তাঁর অনুরাগীরা৷ সেই জল্পনার আগুনেই এবার ঘি ঢাললেন রণবীর সিং৷ 

আরও পড়ুন- এর একটু হলেই দেখা যেত ‘গোপানাঙ্গ’, খুব জোড় সামলালেন সুস্মিতা

dipika

দীপিকার লাস্যময়ী রূপে ফিদা লাখো পুরুষ হৃদয়৷ তাঁর রূপের আগুনে পুড়ে ছাই ভক্তরা৷ তাঁর উপর থেকে যেন নজর সরে না নেটিজেনদের৷ কিন্তু কবে দুই থেকে তিন হবেন তাঁরা? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়৷ বছর খানেক আগে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে মুখ খুলেছিলেন তাঁরা৷ তবে দু’বছরের মধ্যে সুখবর পাওয়াটি একটু মুশকিল ছিল৷ কারণ হাতে ছিল একাধিক বিগ বাজেটের ছবি৷ কিন্তু এবার রণবীরের মন্তব্যে জল্পনা তুঙ্গে৷ 

দীপিকা

খুব শীঘ্রই ছোট পর্দায় অভিষেক হতে চলেছে রণবীরের৷ একটি শো পরিচালনা করবেন তিনি৷ সেখানেই সন্তান নিয়ে মুখ খোলেন খলজি৷ তিনি বলেন, ‘আপনারা জানেন আমি বিবাহিত৷ দুই-তিন বছরের মধ্যে আমাদের সন্তানও হবে। আপনাদের বৌদি ছোটবেলায় এতটাই মিষ্টি দেখতে ছিল যে আমি বলেছি, তোর মতোই একটা মিষ্টি সন্তান চাই আমার। তাহলেই আমার জীবন ধন্য হবে।’

দীপিকা

এখানেই থামেননি রণবীর৷ তিনি বলেন, আমি তো এখন থেকেই সন্তানদের নামের তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছি৷ তবে কি শীঘ্রই বাবা-মা হতে চলেছেন দীপবীর? জবাবের অপেক্ষায় মুখিয়ে ভক্তরা৷ তবে আপাতত ৮৩ ছবিতে রণবীর ও দীপিকাকে একঙ্গে দেখা যাবে৷ ওই ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং৷ অন্যদিকে, তাঁর স্ত্রী রোমির চরিত্রে দেখা যাবে দীপিকাকে৷      
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + fourteen =