সঙ্গমের নেশায় ১২ বছরেই ভার্জিনিটি লস, করেছেন থ্রিসাম, জানেন এই বলি তারকার ‘সেক্স সিক্রেট’?

সঙ্গমের নেশায় ১২ বছরেই ভার্জিনিটি লস, করেছেন থ্রিসাম, জানেন এই বলি তারকার ‘সেক্স সিক্রেট’?

মুম্বই: বলিউডের ডার্টি সিক্রেট নিয়ে আগ্রহ বরাবরের৷ তারকাদের বেডরুম সিক্রেট জানার জন্য যেন মুখিয়ে থাকেন নেটিজেনরা৷ প্রিয় তারকার সেক্সলাইফ সম্পর্কে আগ্রহের অন্ত নেই৷ জানেন কি যৌন চাহিদা মেটাতে কি না করেছেন এই অভিনেতা৷ ডেটিং থেকে লিভ-ইন, থ্রিসামস, বাদ যায়নি কিছুই৷ খুব ছোট বেলাতেই খুইয়েছেন ভার্জিনিটি৷ বলিউডে প্রথম সারিতে অভিনেতার তালিকায় নাম লিখিয়েছেন তিনি। বলিউডের এই সুপার হট তারকা রণবীর সিংয়ের ডার্টি সিক্রেট শুনলে চমকে উঠবেন৷ 

আরও পড়ুন- অন্তর্বাস ছাড়াই পোষ্য নিয়ে রাস্তায় মালাইকা! ছবিতে ঝড় নেটপাড়ায়

রণবীর

ভার্জিনিটি লস থেকে একের একর এক সম্পর্ক, সঙ্গম, সবটাই জলভাত রণবীরের কাছে। একাধিক নারীসঙ্গ এসেছে তাঁর জীবনে৷ রণবীরের প্রেমিকার তালিকাও ছিল বেশ দীর্ঘ৷ যৌনতা নিয়ে আগ্রহের বশেই খুব ছোট বেলাতেই ভার্জিনিটি লস করেন রণবীর৷ তবে নিজের লাভ লাইফ বা যৌন জীবন নিয়ে কোনও দিনই রাখঢাক করেননি রণবীর৷ পুরনো সম্পর্ক চুকিয়ে এখন দিপীকার সঙ্গে চুটিয়ে সংসার করছেন তিনি৷ 

ranveer

বিয়ের আগে কখনও ২৩ বার চুমু, কখনও বিছানায় ফেলে চুম্বন,  আবার কখনও সহকর্মীকে চুম্বন, এমনকী থ্রিসামেও লিপ্ত হয়েছেন রণবীর সিং৷  নিজের জীবনের সেই ডার্ক সিক্রেট নিজেই ফাঁস করেছেন অভিনেতা। রণবীন একবার বলেছিলেন, তিনি তাঁর পকেটে সবসময় কন্ডোম রাখতেন৷ জন্মদিনে তাঁর সেরা উপহার কী, জানতে চাইলে তিনি বলেছিলেন বার্থডে সেক্স৷ 

ranveer

‘কফি উইথ করণ’-এ এসে রণবীর জানিয়েছিলেন, কেরিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকার হয়েছিল তাঁকে৷ আরও জানিয়েছিলেন, ‘মাত্র ১২ বছর বয়সে নিজের ভার্জিলিটি খুইয়েছিলেন তিনি। যৌনতার প্রতি তার আগ্রহের বশেই থ্রিসাম ও অরগি সেক্স করেছিলেন৷ স্বীকার করে নিয়েছিলেন নিজেই৷ তবে এখন বলিউডের হট কাপলসদের মধ্যে অন্যতম রণবীর-দীপিকা৷ সঞ্জয় লীলা বনশালীর ‘রামলীলা’ ছবিতেই একে অপরকে মন দেন তাঁরা৷ ছয় বছর ডেটিং-এর পর গাঁটছড়া বাঁধেন তাঁরা৷ 

রণবীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =