Aajbikel

এক রণবীর বর হলেন, অপরজন বাবা! ছবি ঘিরে শোরগোল নেটপাড়ায়

 | 
ranveer

মুম্বই: এক রণবীর বিয়ের পিঁড়িতে বসলেন, আর এক জন দিলেন বাবা হওয়ার জোরদার খবর৷ সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে৷ এই জোরদার খবরে শোরগোল নেটপাড়ায়৷ তবে কি মা হলেন দীপিকা? 

আরও পড়ুন- ‘নজর কে সামনে..’ দাদাগিরির মঞ্চে রোমান্টির গান সৌরভের! ফুটে উঠল ডোনার মুখ


না, বিষয়টা ঠিক তা নয়৷ আসলে আগামী ১৩ মে মুক্তি পেতে চলেছে রণবীর সিং অভিনীত ছবি ‘জয়েশভাই জোরদার’৷ ওই ছবির চরিত্রেই ধরা দিয়েছেন অভিনেতা৷ যেখানে তাঁর হাতে রয়েছে এক সদ্যোজাতের ছবি৷ এই ছবি পোস্ট করে অনুরাগীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছে রণবীর৷ লিখেছেন, ‘‘জয়েশভাইয়ের ছেলে হবে না মেয়ে? আপনাদের কী মনে হয়?’’ তাঁর আসন্ন ছবির আগাম খবর দিতেই এই পোস্ট করেছেন রণবীর৷ 


এই ছবিতে একটি গুজরাতি চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে৷ ২০১৯ সালে প্রথম এই ছবির পোস্টার সামনে আসে৷ সম্প্রতি জয়েশভাই জোরদারের আরও একটি পোস্টার প্রকাশ্যে আসে৷ যা দেখেই নেটেজেনদের প্রশ্ন, তবে কি বাবা হচ্ছেন রণবীর? দীপিকার স্বামীর কোলে কোন সন্তানের ছবি? 


গুজরাতি ভাষা থেকে শুরু করে গুজরাতি খাবার, তাঁদের  সংস্কৃতির প্রতি নিজের ভালবাসার কথা প্রকাশ্যে জাহির করেছেন রণবীর। যশরাজ ফিল্মসের ছবি ‘জয়েশভাই জোরদার’-এ তাঁকে দেখা যাবে গুজরাতি চরিত্রেই। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী শালিনী পাণ্ডে। ছবিটি পরিচালনা করেছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী। গত কয়েক বছরে ‘৮৩’, ‘পদ্মাবত’, ‘সিম্বা’, ‘বাজিরাও মস্তানি’র মতো একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন রণবীর৷ এবার তাঁর নতুন ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে৷ 

Around The Web

Trending News

You May like