নয়াদিল্লি: এশিয়ার প্রভাবশালী ১০০ জন তারকার তালিকা প্রকাশ করল ফোর্বস৷ শুধু রুপোলি পর্দার তারকারাই নয়৷ এশিয়া-প্যাসেফিক রিজিয়নের গায়ক-গায়িকা, ব্যান্ড, চলচ্চিত্র এবং টেলি পর্দার তারকারাও রয়েছে এই তালিকায়৷ যাঁরা ঝড় তুলেছেন ডিজিটাল দুনিয়ায়৷ এই তালিকায় রয়েছে বলিউডের একাধিক তারকার নাম৷
আরও পড়ুন- ফের বলিউডে করোনার থাবা, বরুণ ধাওয়ানের পর আক্রান্ত কৃতি স্যানন
ফোর্বস এশিয়ার এই সুপারস্টারের তালিকায় রয়েছেন শাহরুখ খান, রণবীর সিং,অনুষ্কা শর্মা, আলিয়া ভাট, হৃত্বিক রোশন, অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত নেনে, ক্যাটরিনা কাইফ এবং নেহা কক্করের নাম৷ এই সকল তারকারা সোশ্যাল মিডিয়ায় তাঁদের বলিষ্ঠ উপস্থিতির মাধ্যমে লাখো ভক্তের মন জিতে নিয়েছে৷ তাঁদের বেঁধে রেখেছে নিজেদের মহিমায়৷ যা মঞ্চ আর রুপোলি পর্দার মতো সোশ্যাল মিডিয়াতেও তাঁদের একইভাবে জনপ্রিয় করে তুলেছে৷ তবে এই তালিকায় কোনও ব়্যাঙ্ক দেওয়া হয়নি৷ কিছুটা ব্যাতিক্রমী সময়ে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলেও উল্লেখ করেছে ফোর্বস৷
আরও পড়ুন- সালমা আগার মেয়েকে ধর্ষণের হুমকি, সাইবার সেলে জানালেন অভিযোগ
করোনা প্যান্ডেমিকের জেরে এই রিজিয়নের অধিকাংশ মানুষই ঘর বন্দি হয়ে সময় কাটিয়েছে৷ অধিকাংশ মানুষই যোগাযোগ আর বিনোদনের জন্য নির্ভর করেছে মোবাইল স্ক্রিনের উপরে৷ সরাসরি মঞ্চে উপস্থিত হতে পারেননি তারকারাও৷ বদলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভক্তদের কাছে পৌঁছে গিয়েছেন তাঁরা৷ আবার সিনেমাগুলিও মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে৷ তবে দেখা গিয়েছে, এই প্যান্ডেমিক পরিস্থিতির মধ্যে শুধু সোশ্যাল মিডিয়ায় নিজেদের উপস্থিতিই নয়৷ বহু তারকা পরিস্থিতি মোকাবিলায় বাড়িয়ে দিয়েছে তাঁদের সাহায্যের হাত৷