কলকাতা: এ যেন এক রূপকথার গল্প৷ ফিরে আসার লড়াই৷ সাফল্যের আস্বাদ৷ সোশ্যাল মিডিয়ায় হাত ধরে চালচুলোহীন রাণু মণ্ডল আজ জনপ্রিয়তার শীর্ষে৷ দু’দিন আগেও যাঁর ঠিকানা ছিল রানাঘাট প্ল্যাটফর্ম৷ এবার সেই রানুর উত্থান ঘটে গিয়েছে বলিপাড়ায়৷ রাণুর গানে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা রাণু মণ্ডলের সাফল্যের মুকুটে এবার উঠছে আরও একটি পালক৷
এবার বায়োপিক তৈরি করতে চলেছেন নবদ্বীপের তরুণ পরিচালক হৃষিকেশ মণ্ডল৷ রানাঘাট ৫ নম্বর প্লাটফর্মে স্টেশনে গান গেয়ে বেড়ানো রানু মণ্ডল এখন প্লেব্যাক সিঙ্গার৷ হিমেশ রেশমিয়া থেকে শুরু করে সালমান খান, কুমার শানু মতো অনেকেই রাণুর গলার তারিফ করেছেন৷ সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ছড়িয়ে পড়েছে রাণুর ‘তেরি-মেরি’ কাহানি৷ এবার এহেন রাণুর জীবন নিয়ে বায়োপিক তৈরির সিদ্ধান্ত নিয়েছেন নদীয়ার পরিচালক ঋষিকেশ৷ এর আগেও কয়েকটি ছবি করেছেন তিনি৷ কিন্তু রানুকে নিয়ে বায়োপিক কেন?
পরিচালক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় রাণুকে প্ল্যাটফর্ম দিয়েছে৷ আমি বড় পর্দার মাধ্যমে সকলের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া চেষ্টা চলছে৷ এমন প্রতিভা বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে৷ শুধু সুযোগের অভাবে তাঁরা হারিয়ে যাচ্ছেন৷ একটু সচেতন হলেই এমন প্রতিভাকে বাঁচিয়ে তোলা সম্ভব৷ আর সেই প্রয়াসে এই বায়োপিক৷ পরিচালক জানিয়েছেন, রাণুর চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে সুদীপ্তা চক্রবর্তীকে৷ ছবির নাম ‘প্ল্যাটফর্ম সিঙ্গার রাণু মণ্ডল’৷ রানাঘাট স্টেশনে জীবনযাত্রা থেকে শুরু করে অতীন্দ্র ও তপনের হাত ধরে মুম্বাই পারি৷ হিমেশের স্টুডিওতে গান গাওয়া, সবকিছুই স্থান পাবে ওই বায়োপিকে৷ ইতিমধ্যেই নানুর বাড়িতে গিয়ে পাকাপাকি কথা বলে এসেছেন পরিচালক৷