Aajbikel

মনোকিনিতে নেটপাড়ায় উষ্ণতার পারদ চড়ালেন 'বাহামণি' রণিতা

 | 
ranita

কলকাতা: টেলিভিশন দুনিয়ায় তিনি বাহামণি নামেই অধিক পরিচিত৷ সেই সূত্রে তাঁকে শাড়ি পরে দেখতেই অভ্যস্ত ভক্তরা৷ কিন্তু এবার বাহা ওরফা রণিতা ধরা দিলেন অন্য মেজাজে৷ গেহরাইয়া থিম সং ডুবে’র সুরে ঝড় তুললেন অভিনেত্রী৷ মনোকিনিতে নেটপাড়ার উষ্ণতা বাড়ালেন রণিতা। নিজের ফেসবুক পেজে সেই হট ফটোশ্যুটের ভিডিয়ো নিজেই শেয়ার করেছিলেন বাহামণি। ক্যাপশনে লিখেছিলেন, "যে তরঙ্গে আপনি ভাসতে চান, তা নিজেই তৈরি করুন। তবেই সুখী হবেন।" 

আরও পড়ুন- এবার তলব পুলিশের! নগ্ন ফটোশ্যুটের জেরে বড় বিপাকে রণবীর

রনিতা

নিজের পুরনো ইমেজ ভেঙে নতুন অবতারে ভক্তদের পাগল করলেন রণিতা৷ ওই ভিডিয়োর শুরুতেই দেখা যায়, জল থেকে উঠছেন রণিতা। সুইমিং পুলের নীল জলে লাস্যময়ী অভিনেত্রী। কখনও ভেজা চুল সরালেন আলগোছে৷ কখনও জল ছুড়লেন ক্যামেরার লেন্সের দিকে। রণিতার ওই ভিডিয়োতে লাইক কমেন্টের ঝড়। প্রায় নয় লক্ষ ১৩ হাজার মানুষ স্ট্রিম করেছেন ভিডিয়োটি। সাদামাটা বাহামণির লাস্যময়ী রূপ দেখে মুগ্ধ তাঁর বহু অনুরাগী। 

RAnitA


তবে রণিতাকে মনোকিনিকে দেখে নাখুশ  নেটপাড়ার একাংশ। পূজা ভুঁইমালি নামের এক ফেসবুক ইউজার লিখছেন, "সবাইকে সবকিছুতে মানায় না। আপনাকে বাহা রূপেই মানায়।" আবার আশা দাস সাঁপুই লিখেছেন, "কখনও ভাবিনি রণিতাকে এভাবে দেখতে হবে।" নিন্দার পাশে এসেছে প্রশংসাও৷ এক নেটিজেন লিখেছেন, "পুরো আগুন লাগছে।"


 

Around The Web

Trending News

You May like