Aajbikel

আটপৌরে শাড়িতে সিঁদুর রাঙা রানির তুমুল নাচ, জমজমাট মুখোপাধ্যায় বাড়ির বিজয়া

 | 
রানি

মুম্বই: বাণিজ্যনগরীতে দুর্গাপুজোর কথা হলেই মুখোপাধ্যায় বাড়ির পুজোর কথা সবার আগে উঠে আসে৷ আর মুখোপাধ্যায় বাড়ির পুজোর কথা উঠলেই রানি মুখোপাধ্যায়ের কথা ওঠা অনিবার্য। কারণ প্রতি বছর দুর্গাপুজোর পাঁচটা দিন চুটিয়ে আনন্দ করেন রানি৷ এই চারদিন একেবারে সাবেকি সাজে দেখা যায় অভিনেত্রীকে। পুজোর ক’দিন শাড়ি পরেই কাটান অভিনেত্রী৷ সেইসঙ্গে পুজোর কাজ থেকে সিঁদুর খেলা, কিংবা বিজয়ার নাচ, সবেতেই সাবলীল রানি৷ 

এ বছরও পুজোর পাঁচ দিন রানির সাজে ছিল চমক। বিশেষ ভাবে নজর কেড়েছে রানির দশমীর সাজ। সোনালি রঙের অরগ্যাঞ্জা আটপৌরে ভঙ্গিতে পরেছিলেন অভিনেত্রী। শাড়ি জুড়ে ছিল গোলাপি সুতোর আভা। খোলা চুল, সিঁথিতে চওড়া সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, হাতে শাঁখা-পলা-বালা। রানি হয়ে উঠেছিলেন পুরোপুরি বাঙালি বধূ৷ বিজয়ায় মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন অভিনেত্রী। মঞ্চে উপস্থিত অনেকের সঙ্গেই সিঁদুর খেলতে দেখা যায় তাঁকে। এর পর ঢাকের তালে কোমর দোলান রানি, কখনও আবার কাঁসর হাতে ছন্দে মেতে ওঠেন৷ 

তবে শুধু রানি নন, মুখোপাধ্যায় বাড়ির পুজোয় কাজলের সাজও নজর কেড়েছে। পুজোয় উপস্থিত ছিলেন ক্যাটরিনা, হেমা মালিনি, ইষা দেওয়ের মতো অভিনেত্রীরাও৷ তাঁদের সাজও ধরা পড়েছে পাপারাৎজিদের ক্যামেরায়৷ 

Around The Web

Trending News

You May like