‘মধুচন্দ্রিমা’ কাটিয়ে ফিরলেন রনবীর-আলিয়া!

মুম্বই: শেষ হল ঘোরা। এবার বাড়ি ফেরার পালা। শুক্রবার আলিয়া ও রনবীরকে একসঙ্গে দেখা গেল এয়ারপোর্টে। ইউরোপে ছুটি কাটিয়ে এবার বাড়ি ফিরছেন তাঁরা। ফেরার সময় নাকি একে অপরের থেকে চোখ সরাতেই পারছেন না এই লাভ বার্ডস, এমনই খবর পাপারাৎজিদের। দুজনে মিলে ঘুরতে গিয়েছিলেন লেক কোমোতে। সেখানে ঘোরার মাঝেই নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করলেন একটা সাদা

‘মধুচন্দ্রিমা’ কাটিয়ে ফিরলেন রনবীর-আলিয়া!

মুম্বই: শেষ হল ঘোরা। এবার বাড়ি ফেরার পালা। শুক্রবার আলিয়া ও রনবীরকে একসঙ্গে দেখা গেল এয়ারপোর্টে। ইউরোপে ছুটি কাটিয়ে এবার বাড়ি ফিরছেন তাঁরা। ফেরার সময় নাকি একে অপরের থেকে চোখ সরাতেই পারছেন না এই লাভ বার্ডস, এমনই খবর পাপারাৎজিদের।

দুজনে মিলে ঘুরতে গিয়েছিলেন লেক কোমোতে। সেখানে ঘোরার মাঝেই নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করলেন একটা সাদা গাউন পরা ছবি, সঙ্গে হাতে একটা আইস ক্রিম। ক্যাপশনে বলছে, সারা বিশ্বের ঘেন্নার মাঝে ভালোবাসাটা বেঁচে থাকুক, এবং সঙ্গে অবশ্যই আইস ক্রিমও। তবে মনে হচ্ছে বিয়ের পিড়িতে বসতে আর দেরি নেই আলিয়া রনবীরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 17 =