করোনা আবহের মধ্যেই বিয়ে করলেন রানা দাগ্গুবতি, দেখুন বিয়ের কিছু ছবি

মুম্বই: করোনা আবহের মধ্যেই করেছিলেন বাগদান। এবার বিয়েও করোনা আবহের মধ্যেই সারলেন রানা দাগ্গুবতি। ৮ আগস্ট, শনিবার সন্ধ্যায় বিয়ে করলেন তিনি। ইন্টিরিয়ার ডিজাইনার মিহিকা বাজাজের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। রানা দাগ্গুবতির স্ত্রী মিহিকা বাজাজ পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। বলিউডের সেলেব্রিটিদের সঙ্গেও তাঁ

মুম্বই: করোনা আবহের মধ্যেই করেছিলেন বাগদান। এবার বিয়েও করোনা আবহের মধ্যেই সারলেন রানা দাগ্গুবতি। ৮ আগস্ট, শনিবার সন্ধ্যায় বিয়ে করলেন তিনি। ইন্টিরিয়ার ডিজাইনার মিহিকা বাজাজের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। রানা দাগ্গুবতির স্ত্রী মিহিকা বাজাজ পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। বলিউডের সেলেব্রিটিদের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। মিহিকা সোনম কপুরের বন্ধু। সোনমের বিয়েতে ছিলেন মিহিকা।

এ বছর মে মাসে বাগদান সেরেছিলেন রানা। তখনই জানিয়েছিলেন খুব শীঘ্রই বিয়ে সেরে ফেলবেন তিনি। এবার তিনি তাই করলেন। শনিবার মিহিকা বাজাজের সঙ্গে বিয়ে করেন তিনি। হায়দরাবাদের রামানাইডু স্টুডিয়োতে বিয়ে করেন তাঁরা। করোনার মধ্যে বিয়য়ের মতো অনুষ্ঠানে নির্দিষ্ট সংখ্যক অতিথি নিমন্ত্রণের অনুমতি রয়েছে। তাও এমন এক সেলেব্রিটির বিয়েতে চাঁদের হাট বসবে না, তাও কি হয়? রানার বিয়েতে উপস্থিত ছিলেন নাগা চৈতন্য, রাম চরণ, আল্লু অর্জুন সহ অনেক দক্ষিণী সুপারস্টার। আর ছিলেন কয়েকজন আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। মোট ৩০ জন উপস্থিত ছিলেন বিয়েতে। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ আসার পরই তাঁরা অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

আরও পড়ুন: করোনা যুদ্ধে জয়ী অভিষেকও, খুশির হাওয়া বচ্চন পরিবারে

বিয়ের দিন অফ হোয়াইট রঙের ধুতি ও কুর্তায় সেজেছিলেন রানা। মিহিকা সেজেছিলেন হালকা গোলাপি রঙের লেহেঙ্গায়। সেটি ডিজাইন করেছিলেন অনামিকা খান্না। লেহেঙ্গার সঙ্গে ছিল মানানসই গয়না। গায়ে হলুদ, মেহেন্দি সহ সমস্ত নিয়ম নীতি মেনে বিয়ে হয়। রানা ও মিহিকার বিয়ের অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন রাম চরণ ও অভিনেত্রী সামান্থা প্রভু। সামান্থা অবশ্য সম্পর্কে রানার বউদি। দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্যর স্ত্রী তিনি। রানা দাগ্গুবতি ও নাগা চৈতন্য দুজনেই তুতো ভাই। কারণ নাগা চৈতন্যের মা লক্ষ্মী দাগ্গুবতী সম্পর্কে রানা দাগ্গুবতির পিসি। দেখুন বিয়ের কিছু ছবি, 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =