এবার কি বিয়ের পিঁড়িতে রণবীর-আলিয়া? বি-টাউনে জল্পনা

এবার কি বিয়ের পিঁড়িতে রণবীর-আলিয়া? বি-টাউনে জল্পনা

মুম্বই: টলিউডে ক্যাটরিনা কইফ আর ভিকি কৌশলের বিয়ের রেশ এখনও ছড়িয়ে রয়েছে৷ এর মধ্যেই আরও এক তারকা জুটির সাত পাকে বাঁধা পড়ার জল্পনা শুরু হয়ে গিয়েছে৷ এই জুটির নাম আলিয়া ভাট এবং রণবীর কাপুর৷ বি টাউনে আলিয়া ভট্ট আর রণবীর কপূরের বিয়ে নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত তাঁদের ছাদনাতলার স্থান নির্বাচন নিয়ে কথা চালাচালি শুরু হয়েছে৷ তবে দূরে নয়, রালিয়ার ডেস্টিনেশন ওয়েডিং যে মুম্বই-ই তা স্পষ্ট করে দিয়েছেন তাঁরা৷

মুম্বই সংবাদমাধ্যমের খবর, ২০২২ সালের ডিসেম্বর বা ২০২৩-এর জানুয়ারিতেই চার হাত এক হতে চলেছে রালিয়ার। তবে ক্যাটরিনা, দীপিকা, প্রিয়াঙ্কাদের মতো অন্য কোথাও নয়, মুম্বইতেই যে তাঁরা বিয়ে করবেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে। এমনকি শুধু দূরে বিয়েই নয়, অনেক টাকা খরচ করে বিলাসবহুল ভাবে বিয়ে করতেও অরাজি আলিয়া আর রণবীর। বরং সাদামাঠা ঘরোয়া পরিবেশেই তাঁরা বিয়ে করতে পছন্দ করবেন বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, তাঁদের বিয়েতে প্রাধান্য পাবে পরিবারই, তাও স্পষ্ট করে দিয়েছেন তাঁরা। আলিয়ার বাবা মহেশ ভট্ট আর রণবীরের কাকার বয়সজনিত কারণে তাঁদের পক্ষে দূরে অন্যত্র গিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব না হওয়াতেই  আলিয়া-রণবীর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। মুম্বইয়ের এক সাত তারা হোটেলেই তাঁদের বিয়ে হবে বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে রণবীর কপূর আর আলিয়া ভাটের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের বিষয়টি প্রথম দিকে লুকিয়ে রাখলেও রণবীর এক সাক্ষাৎকারে স্বীকার করেন তাঁর সঙ্গে আলিয়ার গভীর সম্পর্কের কথা। দিওয়ালিতে দু’জনে একসঙ্গে সেজেগুজে ছবিও পোস্ট করেন৷ এবার এই জুটির সাত পাকে যাওয়ার অপেক্ষায় অনুরাগীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =