রাজু স্থিতিশীল, কমেডিয়ানের ‘মৃত্যুর’ গুজব ওড়ালেন স্ত্রী

রাজু স্থিতিশীল, কমেডিয়ানের ‘মৃত্যুর’ গুজব ওড়ালেন স্ত্রী

নয়াদিল্লি: প্রখ্যাত কমেডিয়ান তথা অভিনেতা রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা নিয়ে এই মুহূর্তে উদ্বেগ দেশজুড়ে। সপ্তাহখানেক আগেই জিমে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রখ্যাত এই কৌতুকশিল্পী। তারপর থেকেই তাঁর চিকিৎসা চলছে দিল্লির এইমস হাসপাতালে।  প্রথম থেকেই রাজুর শারীরিক অবস্থা সংকটজনক বলেই হাসপাতাল সূত্রে খবর মিলেছিল। এর মধ্যেই বৃহস্পতিবার রাজু ঘনিষ্ঠ আরো এক কৌতুকশিল্পী সুনীল পাল জানান, ভালো নেই কমেডিয়ান রাজু। তাঁর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। রাজুর ব্রেন ডেথের আশঙ্কা করছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকেলে এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়ায় দেশজুড়ে। এমনকি কোন কোন সংবাদমাধ্যমকে বলতে শোনা যায় যে, কমেডিয়ানের মৃত্যু হয়েছে। সেই গুজবের জবাব দিতেই এবার মুখ খুললেন কমেডিয়ানের স্ত্রী। শুক্রবার সকালেই সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে রাজুর শারীরিক অবস্থা প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন স্ত্রী শিখা। তিনি বলেন, ‘রাজুজির অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা দিনরাত এক করে যথাসম্ভব চেষ্টা করছেন তাঁকে সুস্থ করে তোলার। চিকিৎসকদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। রাজুজিও একজন লড়াকু মনোভাবাপন্ন ব্যক্তি। আমি জানি তিনি নিশ্চয়ই এই যুদ্ধ জয় করবেন। মৃত্যুকে হারিয়ে তিনি আবার ফিরে আসবেন এবং আপনাদের সকলকে হাসাবেন।’

এর সঙ্গেই শিখা যোগ করেন, ‘আমার কাছে প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে। দেশ-বিদেশের বহু মানুষ ওনাকে আশীর্বাদ করছেন, প্রার্থনা করছেন তাঁর জন্য। ওনার জন্য অনেকে পুজোও দিয়েছেন। এত মানুষের শুভকামনা বিফলে যেতে পারে না। তাছাড়া চিকিৎসকরাও যথাসম্ভব চেষ্টা করছেন। তাঁরাও ভগবানের আরো এক রূপ। আমি নিশ্চিত তাঁরা রাজুজিকে ঠিক ফিরিয়ে আনবেন।’

 উল্লেখ্য গত ১০ আগস্ট জিমে শরীর চর্চা করতে গিয়ে আচমকাই দিল্লির একটি হোটেলে হৃদরোগে আক্রান্ত হন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। ট্রেডমিল থেকে হঠাৎই পড়ে যান তিনি। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজু। এরপর হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় একশো কুড়ি ঘন্টা পেরিয়ে গেলেও এখনো সংজ্ঞাহীন রাজু। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে দুদিন আগেই রাজুর সেক্রেটারি জানিয়েছিলেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন রাজু শ্রীবাস্তব। তাঁর আঙ্গুল নড়াচড়া করতে দেখা গিয়েছে।

এরমধ্যেই বৃহস্পতিবার বিকেলে রোটে যায় রাজুর ব্রেন ডেথের খবর। এরপর বিভিন্ন জায়গায় কমেডিয়ানের মৃত্যুর ভুয়া খবরও ছড়িয়ে পড়ে। ফলে আশঙ্কা উদ্বেগে ভুগছিলেন রাজুর হাজার হাজার ভক্ত অনুরাগীরা। তাঁদের চিন্তা দূর করতেই এবার সংদেমাধ্যমের সামনে মুখ খুললেন রাজুর স্ত্রী শিখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =