আর হাসাবেন না তিনি, ভক্তদের কাঁদিয়ে পঞ্চভূতে বিলীন রাজু

আর হাসাবেন না তিনি, ভক্তদের কাঁদিয়ে পঞ্চভূতে বিলীন রাজু

নয়াদিল্লি: ২১ সেপ্টেম্বর প্রয়াত হন দেশের অন্যতম সেরা কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে অবস্থার অবনতি হয়েছিল তাঁর। মাঝে তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। তবে সুস্থ হওয়ার পরেও বিপত্তি কাটেনি। আবার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে পাঠানো হয় তাঁকে। কিন্তু আর ফিরে পাওয়া যায় না তাঁকে। তাঁর মৃত্যুতে গভীর শোক পেয়েছে অনুরাগীরা। তাদের প্রিয় কমেডিয়ানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বুধবার।

আরও পড়ুন- কোটিপতির কন্যা, কফিও খান বিশেষ ভাবে তৈরি করা! চেনেন সুনীল শেট্টির হবু বৌমাকে?

বুধবার দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন রাজু শ্রীবাস্তবের। পরিবারের সদস্যরা ছাড়াও তাঁর শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন রাজুর বন্ধু ও কমেডিয়ান সুনীল পাল, মধুর ভান্ডারকর সহ একাধিক ব্যক্তিত্ব। সাজানো এবং তাঁর ছবি দেওয়া গাড়িতে করেই রাজুর মরদেহ নিয়ে যাওয় হয় শশ্মানে। তাঁর আত্মীয়পরিজন ও অসংখ্য অনুরাগীদের উপস্থিতিতেই শেষকৃত্যের কাজ সম্পন্ন হয়। মৃত্যুর আগে মাঝে একবার তাঁকে নিয়ে গুজবও রটে যায় যে তাঁর ব্রেন-ডেড হয়েছে। কিন্তু পরে জানা যায় তিনি ভালো হয়ে উঠছিলেন। ভক্তরা সেটাই চেয়েছিল হোক। কিন্তু শেষমেষ তেমনটা হয়নি।

গত ১০ অগাস্ট জিম করার সময় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন রাজু। অসুস্থ হয়ে পড়তেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসাও শুরু হয়ে যায়। ১৯৬৩ সালে কানপুরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম রাজু শ্রীবাস্তবের। তাঁর বাবা রমেশ চন্দ্র শ্রীবাস্তব ছিলেন কবি। তিনি পরিচিত ছিলেন বলাই কাকা নামে৷ ছোট থেকেই মানুষের চালচলন, কথা-বার্তা দারুণভাবে নকল করার প্রতিভা ছিল রাজুর। ছোটবেলা থেকেই তিনি চেয়েছিলেন মানুষকে হাসাতে৷ তাঁর কথা শুনে গোমড়া মুখেও হাসি ফুটত৷ সেই রাজু চলে গেলেন ৫৮ বছরে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *