হায়দরাবাদ: বড়দিনে একটা খারাপ খবর পেল দেশবাসী। হাসপাতালে ভর্তি করা হল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। জানা গিয়েছে রক্তচাপের প্রবল সমস্যা দেখা দিয়েছে তাঁর। সেই কারণেই উৎকণ্ঠা বাড়ায় সরাসরি এদিন সকালে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এখন তাঁকে পুরোপুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, আপাতত রজনীকান্তের করোনা সংক্রমনের কোনো লক্ষণ নেই তবে তার শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। হাসপাতালে ভর্তি হবার সময় তার রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে ওঠানামা করছিল বলে সূত্রের খবর। যদিও এখন তিনি কিছুটা হলেও স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এ ব্যাপারে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে তারা। তবে ভারতের অন্যতম জনপ্রিয় সুপারস্টারের এইভাবে হাসপাতালে ভর্তি হওয়ার খবরে প্রবল উৎকণ্ঠায় দেশবাসী। প্রসঙ্গত, সম্প্রতি তামিলনাড়ু বিধানসভা ভোটে লড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এই খবরের অন্যরকম উত্তেজনা ছড়িয়ে ছিল তামিলনাড়ু রাজ্য সহ গোটা দেশে। কিন্তু এভাবে হঠাৎ বড়দিনের রজনীকান্তের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে অবশ্যই হতবাক তার ভক্তরা।
Rajinikanth admitted to hospital this morning after showing severe fluctuation in blood pressure. He’ll be investigated & monitored closely till his bp settles down before being discharged. He doesn’t have any other symptoms & is hemodynamically stable: Apollo Hospital, Hyderabad pic.twitter.com/lQYPErCFRk
— ANI (@ANI) December 25, 2020
উল্লেখ্য, কিছুদিন আগে একটি ছবির শুটিংয়ের সময় সেটের চার কর্মী করোনা ভাইরাস সংক্রমিত হন। তারপর থেকেই নিজেকে কোয়ারেন্টিনে রেখেছিলেন সুপারস্টার রজনীকান্ত। এখন হঠাৎ রক্তচাপের সমস্যা হওয়ায় অনেকেই ধারণা করেছিল তিনি হয়তো করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে বলা হয়েছে যে, তার এখনো করোনাভাইরাস লক্ষণ ধরা পড়েনি। তাই আপাতত ভাইরাস সংক্রান্ত কোন রকম উদ্বেগের কারণ নেই বলেই আশ্বস্ত করা হয়েছে। তবে আপাতত তিনি পর্যবেক্ষণে রয়েছেন, যদি কোনরকম উপসর্গ বা লক্ষণ দেখা যায় সেই অনুযায়ী সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হবে বলে জানান চিকিৎসকরা।