Aajbikel

অরিজিৎকে হারিয়েছিলেন, কিন্তু বলিউডে ব্যর্থ, এখন কী করছেন ‘ফেম গুরুকুল’ জয়ী কাজি?

 | 
কাজি

মুম্বই: সালটা ২০০৫৷ ‘ফেম গুরুকুল’ নামে একটি রিয়্যালিটি শো-এর মাধ্যমে তিনি পৌঁছে গিয়েছিলেন ঘরে ঘরে৷ জনপ্রিয়তাও কুড়িয়েছিলেন বিস্তর৷ শুধু তাই নয়, বর্তমানে বলিউডের সবচেয়ে সফল গায়ক অরিজিৎ সিংকে হারিয়ে জিতেছিলেন খেতাব৷ মনে আছে সেই কাজি তৌকিরকে? প্রায় এক দশক প্রচার মাধ্যমের আলো থেকে দূরে রয়েছেন তিনি৷ বড় মঞ্চে তাঁকে শেষ বার দেখা যায় ২০১৫ সালে। এখন কী করছেন সেই কাজি?

আরও পড়ুন- নিয়ন আলোয় নৈশ পার্টিতে কাছাকাছি দু’জনে! শাহরুখ-পুত্র আরিয়ানের সঙ্গে এই বাঙালি অভিনেত্রী কে?

ফেম গুরুকুল জেতার পর অল্পবিস্তর তিনি কাজ করেছেন বলিউডে৷ কবীর খান পরিচালিত ‘ফ্যান্টম’ ছবিতে ‘আফগান জলেবি’ গানটি তাঁর গলাতেই জনপ্রিয়তা কুড়োয়। কিন্তু, বলিউডে কাজির ভাগ্যে শিকে ছেড়েনি। ২০১৫ সালের আগেও যে গায়ক হিসাবে কাজি বিশেষ সফলতা পেয়েছিলেন তেমনটা নয়।

‘ফেম গুরুকুল’ জেতার পর গুটি কয়েক ছবি এবং কয়েকটি অ্যালবামে গান গাওয়া ছাড়া বলিউডে তাঁর কোনও কাজ চোখে পড়ে না। তবে এই কাজিই এক সময় অরিজিতের সমালোচনা করেছিলেন। সেই সময় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এর বেশ কিছু গায়কই দর্শকদের মন জয় করেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অরিজিৎ সিং, কাজি তৌকির এবং রূপরেখা বন্দ্যোপাধ্যায়।

রূপরেখা

কাজি এবং বাঙালি কন্যা রূপরেখা যৌথ ভাবে ওই শোয়ে বিজয়ী হন। অরিজিৎ সেই সময় দাগ কাটলেও, ফাইনালের আগেই ছিটকে যান। অরিজিৎকে বাদ দেওয়া নিয়ে শোয়ের আয়োজকদেরও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। সেই সময় কাজি বলেছিলেন, অরিজিৎ ভাল গায়ক৷ কিন্তু, ওঁর গানে আবেগের অভাব রয়েছে। কাজি আরও বলেছিলেন, অরিজিতের গানে নাকি অনুভূতি নেই। সেই কারণেই শো থেকে বাদ পড়েছেন৷ 


বহু বছর পর অবশ্য অরিজিৎকে নিয়ে ভিন্ন সুর শোনা যায় কাজির গলায়। ২০১৮ সালে একটি সাক্ষাৎকারে কাজি বলেছিলেন, “অরিজিৎ আমার বন্ধু। ও খুব ভালো মানুষ। ফোনেও আমাদের কথা হয়। আমি যখনই কোনও লং ড্রাইভে যাই, তখন আমি ওঁর গান শুনি।” কাজি এও বলেছিলেন, ‘‘আমি গর্বিত যে অরিজিৎ আমার বন্ধু।”


গায়ক হিসাবে বলিউডে জমি পাকা করতে পারেননি কাজি। তিনি বলেছিলেন, “আমি যখন রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী ছিলাম তখন আমার অন্য পরিকল্পনা ছিল। আমি সেখানে শেখার উদ্দেশে এসেছিলাম। প্রতিদ্বন্দ্বিতা করতে নয়। পরবর্তী কালে আমার পরিকল্পনা পাল্টায়। আমি কোনও দিনই শুধু নেপথ্য গায়ক হিসাবে পরিচিতি পেতে চাইনি।”


গায়ক হিসাবে সে ভাবে সুযোগ না আসায় অভিনয় জগতেও ভাগ্যপরীক্ষা করেন কাজি। সেখানেও একরাশ ব্যর্থতা। ২০০৯ সালে ‘টেক অফ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন কাশ্মিরী গায়ক। কিন্তু ওই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।


 

Around The Web

Trending News

You May like