কলকাতা: স্ট্যাটাস বলছে খাবার এসে গিয়েছে৷ কিন্তু আসেনি খাবারের ‘খ’৷ আর তাতেই চটে লাল প্রসেনজিৎ৷ অভিযোগ জানিয়ে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠালেন ক্ষুব্ধ অভিনেতা৷
আরও পড়ুন- অবিকল আলিয়া! বলি তারকার ‘হামসকল’কে দেখে ভিড়মি খাচ্ছে নেটেজেনরা
অনলাইন খাবারের অর্ডার দেওয়াটা ইদানিংকালে প্রায় অভ্যাস হয়ে দাঁড়িয়েছে৷ মাঝে মধ্যে কিছু ভুল ভ্রান্তির খবরও মেলে৷ এবার অ্যাপ-নির্ভর পরিষেবার ফাঁদে পড়লেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ টাকা কেটে নেওয়া হলেও সুইগিতে অর্ডার করা খাবার পৌঁছল না তাঁর বাড়িতে৷ বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন বুম্বা দা৷ সেই চিঠি টুইটও করেছেন তিনি৷
মোদী-মমতাকে ট্যাগ করা চিঠিতে প্রসেনজিৎ লিখেছেন, ‘৩ নভেম্বর ফুড ডেলিভারি অ্যাপ সুইগিতে খাবার অর্ডার করেছিলাম। কিছু ক্ষণ পরে অ্যাপের স্ট্যাটাসে দেখায় খাবার এসে গিয়েছে। কিন্তু অর্ডার করা খাবার আমার হাতে পৌঁছয়ইনি। এই বিষয়ে সংস্থার কাছে অভিযোগ জানালে তাঁরা আমাকে খাবারের দাম ফেরত দিয়ে দেয়৷ কারণ আমি প্রিপেড অর্ডার করেছিলাম৷’’ এই ঘটনা আজ তাঁর সঙ্গে হয়েছে৷ আগামী দিনে বাংলা কেন, দেশের যে কোনও প্রান্তে যে কোনও মানুষের সঙ্গেও ঘটতে পারে৷ কেউ যাতে এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন না হন, তাই সকলকে সচেতন করতেই বিষয়টি সকলের গোচরে আনেন তিনি৷
Respected PM @narendramodi and Respected CM @MamataOfficial, your kind attention please. pic.twitter.com/fry7F6wYl7
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) November 6, 2021
প্রসেনজিৎ তাঁর চিঠিতে আরও লিখেছেন, ‘যদি কেউ তাঁর বাড়িতে আসা অতিথিদের জন্য খাবার আনাতে ফুড অ্যাপের উপর নির্ভর করেন এবং সেই খাবার এসেই না পৌঁছয়? কেউ যদি রাতের খাবারের জন্য এই অ্যাপগুলোর উপর ভরসা করেন? তাঁরা কি অভুক্ত থাকবেন?’ এই ধরনের ঘটনার প্রতিকার চেয়েই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বুম্বা দা৷