দুঃসংবাদ টলিউডে! তৃতীয় বিয়েও ভাঙতে চলেছে শ্রাবন্তীর?

কলকাতা: ফের সম্পর্ক ভাঙতে চলেছে শ্রাবন্তীর! টলিউডে গুঞ্জন তেমনই। শোনা যাচ্ছে স্বামী রোশন সিংয়ের সঙ্গে সম্পর্কে নাকি তাঁর চিড় ধরেছে। অন্তত শ্রাবন্তীর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তেমন ইঙ্গিতই মিলেছে। তাঁর ইনস্টাগ্রাম থেকে দুজনের সমস্ত ছবি মুছে দেওয়া হয়েছে। কৃষ্ণ বিরাজের সঙ্গে যখন শ্রাবন্তীর সম্পর্ক ভাঙে, তখনই ঠিক এমন ঘটনাই ঘটেছিল। 
 

কলকাতা: ফের সম্পর্ক ভাঙতে চলেছে শ্রাবন্তীর! টলিউডে গুঞ্জন তেমনই। শোনা যাচ্ছে স্বামী রোশন সিংয়ের সঙ্গে সম্পর্কে নাকি তাঁর চিড় ধরেছে। অন্তত শ্রাবন্তীর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তেমন ইঙ্গিতই মিলেছে। তাঁর ইনস্টাগ্রাম থেকে দুজনের সমস্ত ছবি মুছে দেওয়া হয়েছে। কৃষ্ণ বিরাজের সঙ্গে যখন শ্রাবন্তীর সম্পর্ক ভাঙে, তখনই ঠিক এমন ঘটনাই ঘটেছিল। 

গত বছরই এপ্রিল মাসে শ্রাবন্তী বিয়ে করেছিলেন রোশন সিংকে। গত বছর দুর্গাপুজোতেও একসঙ্গে সময় কাটান তাঁরা। পুজোর সময়ের ছবিও আপলোড করেছিলেন ইনস্টাগ্রামে। কিন্তু সেসব এখন ইনস্টাগ্রামে আর নেই। সমস্ত রোম্যান্টিক ছবি ডিলিট হয়ে গিয়েছে। গ্রুপ ছবি ছাড়া কোনও ছবিতে শ্রাবন্তী আর রোশনকে একসঙ্গে দেখা যাচ্ছে না। সম্পর্ক শুরুর দেড় বছরের মধ্যেই সম্পর্কে চিড়। শুধু কি ছবি ডিলিট? একে অপরকে ইনস্টাগ্রামে আনফলোও করে দিয়েছেন। এমনকী শ্রাবন্তীর প্রথম পক্ষের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের ইনস্টাগ্রামেও শ্রাবন্তী, রোশন ও তাঁর- তিনজনের ছবি ছিল একাধিক। সেগুলিও মুছে ফেলা হয়েছে। তবে সংসার ভাঙা নিয়ে শ্রাবন্তী এখনও পর্যন্ত কিছু বলেননি।

শুধু শ্রাবন্তী নয়, রোশন নিজেও তেমন ইঙ্গিত দিয়েছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোশন জানিয়েছেন, দশমীর প্রায় ১০ দিন আগে থেকেই তিনি ও শ্রাবন্তী আলাদা থাকতে শুরু করেন৷ যদিও এর কারণ নিয়ে রোশন কিছুই স্পষ্ট করেননি। কিন্তু এটুকুতেই জল্পনা আরও ঘনীভূত হয়েছে। সর্বশেষ ১৩ আগস্ট রোশন ও শ্রবান্তীকে একসঙ্গে দেখা গিয়েছিল। এদিন দুজনেরই জন্মদিন। পরের দিন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু বা ঝিনুকের জন্মদিন। তখন ফ্যামিলি ট্রিপে মন্দারমনি গিয়েছিলেন তাঁরা। তারপর থেকেই আর সোশ্যাল মিডিয়ায় তাঁরা একসঙ্গে কোনও ছবি দেননি। আর এখন তো জন্মদিনে পোস্ট করা ছবিও ডিলিট করে দিয়েছেন রোশন ও শ্রাবন্তী। গোটা ঘটনায় অনুরাগীরা অবাক। আগস্ট পর্যন্ত যখন তাঁরা একসঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছেন, তখন হঠাৎ সম্পর্ক ভাঙার ইঙ্গিত কেন, তা বুঝছে না কেউ। 

এই বিয়ে ভাঙলে তৃতীয়বার বিয়ে ভাঙবে শ্রাবন্তীর। তাঁর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাস। তাঁদের ছেলে ঝিনুক। ২০১৬ সালে রাজীব ও শ্রাবন্তীর মধ্যে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। সেই বছরই মডেল কৃষ্ণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সেই বিয়েও টেকেনি। বছর ঘুরতে না ঘুরতেই তা ভেঙে যায়। ২০১৯ সালে তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন নায়িকা। রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। চণ্ডীগড়ে বিয়ে সারেন তাঁরা। সেই বিয়েও এখন ভাঙার ইঙ্গিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =