মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পেলেন প্রিয়াঙ্কা

ওয়াশিংটন: এবার নিউ ইয়র্কের মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পেল বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার মোমের মূর্তি। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা। শুধু নিউ ইয়র্কই নয়, তার পাশাপাশি লন্ডন, সিডনি এবং এশিয়ার বিভিন্ন শহরের মিউজিয়ামেও তাঁর মোমের মূর্তি বসবে বলে অভিনেত্রী জানিয়েছেন। নিউ ইয়র্ক শহরের মাদাম তুসোয় মূর্তি বসায় প্রিয়াঙ্কা খুবই খুশি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায়

মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পেলেন প্রিয়াঙ্কা

ওয়াশিংটন: এবার নিউ ইয়র্কের মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পেল বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার মোমের মূর্তি। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা। শুধু নিউ ইয়র্কই নয়, তার পাশাপাশি লন্ডন, সিডনি এবং এশিয়ার বিভিন্ন শহরের মিউজিয়ামেও তাঁর মোমের মূর্তি বসবে বলে অভিনেত্রী জানিয়েছেন।

মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পেলেন প্রিয়াঙ্কানিউ ইয়র্ক শহরের মাদাম তুসোয় মূর্তি বসায় প্রিয়াঙ্কা খুবই খুশি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি তা ব্যক্ত করে বলেন, ‘অবশেষে এখানে (আমার মূর্তি) বসল। এবার থেকে আপনারা নিউ ইয়র্কের মাদাম তুসোয় আমার মোমের মূর্তি দেখতে পাবেন।’ প্রিয়াঙ্কার মোমের মূর্তিতে জেসন উ-এর লালরঙা পোশাক পরানো রয়েছে। ২০১৬ সালের এমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পোশাকই পরেছিলেন প্রিয়াঙ্কা। এছাড়া তাঁর স্বামী নিক জোনাসের দেওয়া হীরের আংটির প্রতিলিপিও মোমের মূর্তির আঙুলে পরানো হয়েছে। অন্যদিকে মাদাম তুসো মিউজিয়াম কর্তৃপক্ষের তরফেও প্রিয়াঙ্কার মূর্তি উন্মোচনের এক ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, প্রিয়াঙ্কার সামনেই তাঁর মোমের মূর্তি উন্মোচন করা হচ্ছে। মূর্তি দেখার পরই প্রিয়াঙ্কার মন্তব্য, ‘এটা সত্যিই এক আশ্চর্যজনক বিষয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − seven =