স্বামীকে হিন্দুধর্ম শেখাচ্ছেন প্রিয়াঙ্কা, অবশেষে স্বীকারোক্তি নিকের

ওয়াশিংটন: ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল নিক-প্রিয়াঙ্কার দাম্পত্য জীবন৷ এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এসেছিলেন তাঁরা৷ কিন্তু এবার করবা চৌথ নিয়ে মার্কিন রকস্টার নিক জোনাসের হিন্দু ধর্ম চর্চার মন্তব্য ঘিরে শুরু হয়েছে নয় চর্চা৷ নিকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকেই বলতে শুরু করেছেন, প্রিয়াঙ্কা কী তবে খ্রিস্ট ধর্মীয় নিককে হিন্দু ধর্ম শেখাচ্ছেন? বহু জল্পনায় জল

স্বামীকে হিন্দুধর্ম শেখাচ্ছেন প্রিয়াঙ্কা, অবশেষে স্বীকারোক্তি নিকের

ওয়াশিংটন: ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল নিক-প্রিয়াঙ্কার দাম্পত্য জীবন৷ এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এসেছিলেন তাঁরা৷ কিন্তু এবার করবা চৌথ নিয়ে মার্কিন রকস্টার নিক জোনাসের হিন্দু ধর্ম চর্চার মন্তব্য ঘিরে শুরু হয়েছে নয় চর্চা৷ নিকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকেই বলতে শুরু করেছেন, প্রিয়াঙ্কা কী তবে খ্রিস্ট ধর্মীয় নিককে হিন্দু ধর্ম শেখাচ্ছেন?

বহু জল্পনায় জল ঢেলে রাজকীয় বিয়ে পর্ব সেরেছেন নিক-প্রিয়াঙ্কা৷ বিয়ের পর এটাই প্রথম প্রিয়াঙ্কার করবা চৌথ৷ স্ত্রী প্রিয়াঙ্কার করবা চৌথ পালন নিয়ে খ্রিস্ট ধর্মীয় নিক সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রীর ধর্মচর্চা ও ভারতীয় সংস্কৃতির বিষয়ে ভূয়সী প্রশংসা করেছেন৷ জানিয়েছেন, স্ত্রীর ধর্ম ও ভারতীয় সংস্কৃতির প্রতি তিনি আকর্ষণ অনুভব করছেন৷ এমনকী তার বন্ধুরাও স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে করবা চৌথ পালন করছেন৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(function(){
var param = {
“pk”: “kjn49”,
“aduid”: 523
};
var d=top.document,s=d.createElement(“script”),u=[],p;param.u=d.location.href;param.ref=d.referrer;param.phR=Math.random()+”_”+(new Date).getTime();for(p in param)if(param.hasOwnProperty(p))u.push(p+”=”+encodeURIComponent(param[p]));s.src=”//ic.ph.affinity.com/init.js?”+u.join(“&”);s.type=”text/javascript”;d.getElementsByTagName(“head”)[0].appendChild(s);
})();

সোশ্যাল মিডিয়ায় নিক জোনাস জানিয়েছেন, তাঁর স্ত্রী একজন ভারতীয় হিন্দু পরিবারের মেয়ে৷ প্রিয়াঙ্কা ভারতীয় সংস্কৃতি ও হিন্দুধর্ম সম্পর্কে অনেক কিছু শিখিয়ে চলেছেন তাঁকে৷ প্রিয়াঙ্কাকে প্রশংসা করে নিক জোনাসের মন্তব্য, তাঁর স্ত্রী খুব ভালবাসেন তাঁকে৷ আর সেই কারণে উপবাস করে তাঁর মঙ্গল কামনায় করবা চৌথ পালন করছেন৷ স্ত্রীর এই উপবাস প্রসঙ্গে দেশের সমস্ত হিন্দু সম্প্রদায়ের মহিলাদের করবা চৌথ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + ten =