বাইক দুর্ঘটনায় গুরুতর আহত টলিউড অভিনেত্রী, শুটিং চলাকালীন বিপত্তি

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত টলিউড অভিনেত্রী, শুটিং চলাকালীন বিপত্তি

কলকাতা: মধ্যরাতে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং গৌরব চক্রবর্তী। মাঝ রাতেই বিপত্তি। মদ্যপ বাইক চালকের ধাক্কায় গুরুতর জখম প্রিয়াঙ্কা এবং গৌরব। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী এবং আজ তার অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে রাজারহাট এলাকায় রাস্তায় শুটিং করছিলেন দুজনেই। তখনই এই বিপত্তি ঘটে।

জানা গিয়েছে, ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন হঠাৎ করেই সেটের কর্ডন ভেঙে এক মদ্যপ বাইক চালক ঢুকে পরে এবং সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং গৌরবকে। সঙ্গে সঙ্গে হালকা ছিটকে পড়ে যান অভিনেত্রী এবং অভিনেতা। সময় নষ্ট না করে তাদের সেখান থেকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জানা যায় প্রিয়াঙ্কার পায়ের হাড় ভেঙে গিয়েছে। তবে সামান্য কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়েছে গৌরভকে কারণ তার চোট খুব একটা গুরুতর নয়।

pri

এই ঘটনা স্বাভাবিকভাবেই রাতের কলকাতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। কারণ শুটিং চললে নির্দিষ্ট একটি এলাকা ঘেরাটোপের মধ্যে চলে আসে তাহলে সেখানে কী করে মধ্য বাইক চালক কর্ডন ভেঙে ঢুকে পড়ল সেই প্রশ্নের উত্তর মিলছে না। অন্যদিকে দুর্ঘটনার পর ওই বাইক চালক বেপাত্তা। এখনো পর্যন্ত তার খোঁজে তল্লাশি চলছে। এদিকে প্রিয়াঙ্কা আপাতত অসুস্থ থাকলেও অস্ত্রপ্রচার করার পর কবে তিনি পুরোদমে আবার শুটিংয়ে ফিরতে পারবেন তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবেই এখন আপাতত শুটিং বন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 17 =