গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় এই টেলিভশন উপস্থাপিকা, জেনে নিন তাঁর স্বামীর ‘বায়োডাটা’

priyanka deshpande husband মুম্বই:  দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ও বিগবস তামিল সিজন ৫ খ্যাত প্রিয়াঙ্কা দেশপাণ্ডে। গত ১৬ই এপ্রিল ডিজে ভাসি…

priyanka deshpande husband

priyanka deshpande husband

মুম্বই:  দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ও বিগবস তামিল সিজন ৫ খ্যাত প্রিয়াঙ্কা দেশপাণ্ডে। গত ১৬ই এপ্রিল ডিজে ভাসি সাচির সাথে সাত পাকে বাঁধা পড়লেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আগুনের বেগে ভাইরাল হতে শুরু করেছে প্রিয়াঙ্কা-ভাসির বিয়ের নানান মুহূর্তের ছবি। সুপার সিঙ্গার, বিগ বস তামিল এবং কুকু উইথ কোমালির মতো একাধিক জনপ্রিয় অনুষ্ঠানের দৌলতে খ্যাতি অর্জন করা প্রিয়াঙ্কার বিয়ের ছবি দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। এমনকি ইন্সটাগ্রামে নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বিগবস খ্যাত প্রতিযোগী শ্রুতিকা অর্জুন লেখেন, “অনেক অভিনন্দন।”

প্রিয়াঙ্কার দ্বিতীয় স্বামী ডিজে ভাসি সাচির পরিচয়: priyanka deshpande husband

ডিজে জগতে অন্যতম পরিচিত মুখ ভাসি সাচি। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা Clique 187-এর প্রতিষ্ঠাতা ডিজে ভাসি সাচির সাথে একটি অনুষ্ঠানে পরিচয় হয় প্রিয়াঙ্কার। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্টে একাধিকবার ছবি শিকারীদের হাতে বন্দি হয়েছেন সেলিব্রেটি এই জুটি। কানাঘুষো শোনা যাচ্ছিল, বেশ কিছুদিন ধরেই একে অপরকে ডেট করছেন প্রিয়াঙ্কা ও ভাসি। অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জনপ্রিয় ডিজে ও Clique 187-এর প্রতিষ্ঠাতা ভাসি সাচির সাথে সাত পাকে বাঁধা পড়লেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কার প্রাক্তন বিবাহিত জীবন : priyanka deshpande husband

২০১৬ সাল নাগাদ প্রবীণ কুমারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রিয়াঙ্কা দেশপাণ্ডে। তবে সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। একাধিক মিডিয়া রিপোর্ট দাবি করে, ২০২২ সাল থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন প্রিয়াঙ্কা ও প্রবীণ। এরপর প্রায় তিন বছর পর ডিজে ভাসির সাথে নতুন জীবন শুরু করলেন জনপ্রিয় এই সঞ্চালিকা।

 

জনপ্রিয় সঞ্চালিকা প্রিয়াঙ্কার নতুন পথচলা : priyanka deshpande husband

ইন্সটাগ্রামে এদিন বিয়ের অনুষ্ঠানের একাধিক মুহুর্তের ছবি শেয়ার করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, “১৬.০৪.২০২৫। জীবনের আপডেট: এই (লাল হৃদয়ের ইমোটিকন) দিয়ে সূর্যাস্তের পিছনে ছুটতে যাচ্ছি #ভালোবাসা।” অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন নব দম্পতিকে।

টেলিভিশন অভিনেত্রী অনশিতা প্রিয়াঙ্কার বিয়ের মুহুর্তের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আমার প্রিয় আক্কা, তুমি পৃথিবীর সকল শুভকামনা পাওয়ার যোগ্য। আমি আশা করি তোমার বিবাহিত জীবন আনন্দ এবং সুখে ভরে উঠুক। বিবাহের অবিশ্বাস্য যাত্রা শুরু করার সাথে সাথে আমি তোমার জন্য প্রার্থনা করছি যেন তুমি একটি সুখী এবং আশীর্বাদপূর্ণ ঘর পাও। তোমার বিয়ের দিনের সেই সুন্দর হাসি চিরকাল তোমার মুখে থাকুক। দারুন কাটুক আগামী।”

 

 

Priyanka Deshpande‘s Husband: Meet DJ Vasi Sachi Discover who DJ Vasi Sachi is and learn about Priyanka Deshpande’s love story and intimate wedding details.

 

Zaheer Khan: ভিনধর্মে বিয়ে! জাহির খানের হাতে কন্যাকে তুলে দেওয়া নিয়ে কী বলেছিলেন বাবা-মা?

Mahindra Thar XUV: নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে Mahindra XUV700 ও Thar

চাকরি বাতিল মামলায় সুপ্রিম স্বস্তি রাজ্যের, ৩১ ডিসেম্বর পর্যন্ত বড় নির্দশ

WBJEE 2025: অ্যাডমিট কার্ড প্রকাশ আজ, জানুন কীভাবে ডাউনলোড করবেনJEE Main result: রেজাল্ট লাইভ! স্কোর দেখবেন যেভাবে