মুম্বই: কৃষি বিল নিয়ে কৃষকদের প্রতিবাদকে সমর্থন জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। দলজিৎ দোসাঞ্জের পাশে দাঁড়ালেন তিনি। তিনি টুইটারে এই নিয়ে তাঁর মন্তব্য জানিয়েছেন।
প্রিয়াঙ্কা লিখেছেন, “আমাদের কৃষকরা ভারতের খাদ্য সৈনিক। তাদের আশঙ্কা নিরসন করা দরকার। তাদের আশা পূরণ করা দরকার। একটি সমৃদ্ধ গণতন্ত্র হিসাবে, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে এই সংকটগুলি খুব শীঘ্রই সমাধান করা হবে।” দলজিৎ দোসঞ্জের টুইট রিটুইট করে তিনি কৃষকদের আন্দোলনের ধর্মনিরপেক্ষতার কথা তুলে ধরেন।
Our farmers are India’s Food Soldiers. Their fears need to be allayed. Their hopes need to be met. As a thriving democracy, we must ensure that this crises is resolved sooner than later. https://t.co/PDOD0AIeFv
— PRIYANKA (@priyankachopra) December 6, 2020
টুইটারে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভকে সমর্থন করলেন অভিনেতা দলজিৎ দোসাঞ্জ। শনিবার তিনি দিল্লি সীমান্তে এই প্রতিবাদে যোগ দেন। অভিনেতা ও গায়ক কৃষকদের দাবি মেটানোর জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। এদিন প্রতিবাদকারীদের উষ্ণ পোশাক কেনার জন্য তিনি এক কোটি টাকা অনুদান দিয়েছেন। পাঞ্জাবি গায়ক সিঙ্গা তাঁর ইনস্টাগ্রামে এই খবর প্রকাশ করেছেন।
পাঞ্জাবি গায়ক সিঙ্গা দলজিৎ দোসাঞ্জকে তাঁর সিদ্ধান্ত ও কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসা করেন। তাই তিনি তাঁর ইনস্টাগ্রামে এই তথ্যগুলি শেয়ার করেন। তিনি বলেন যে এই শীতে রাস্তায় প্রতিবাদকারী কৃষকদের কম্বল এবং অন্যান্য উষ্ণ পোশাক কিনতে গোপনে এক কোটি টাকা অনুদান দিয়েছেন দলজিৎ। কৃতজ্ঞতা প্রকাশ করে সিঙ্গা পাঞ্জাবিতে বলেন, “আপনাকে ধন্যবাদ ভাই, আপনি কৃষকদের জন্য তাদের গরম কাপড়ের জন্য এক কোটি টাকা দিয়েছেন। এ কথা আর কেউ জানে না। আপনি এ সম্পর্কে পোস্ট করেননি। আজকাল লোকেরা ১০ টাকা দানের পরেও চুপ করতে পারে না।”