রাষ্ট্রসংঘের বিশেষ সম্মান, সোনু সুদকে শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কা

মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়া জোনাস একজন বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব। এবং তিনি বিশ্বজুড়ে অনেককে অনুপ্রাণিত করেও চলেছেন হামেশা। তবে এমন আরও কয়েকজন রয়েছেন যাঁরা তাঁকে অনুপ্রাণিত করেছেন। অভিনেত্রী তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে প্রেরণা জাগিয়ে তোলে এমন লোকদের একটি সাপ্তাহিক অংশ শেয়ার করেন। দেখে মনে হচ্ছে সোনু সুদ খুব শীঘ্রই সেই তালিকায় জায়গা করে নিতে পারেন। প্রসঙ্গত, সোনু সুদ করোনা ভাইরাস মহামারী চলাকালীন অপরিসীম কাজের জন্য ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) দ্বারা এসডিজির বিশেষ মানবিক অ্যাকশন পুরষ্কারে ভূষিত হয়েছেন।

 

মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়া জোনাস একজন বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব। এবং তিনি বিশ্বজুড়ে অনেককে অনুপ্রাণিত করেও চলেছেন হামেশা। তবে এমন আরও কয়েকজন রয়েছেন যাঁরা তাঁকে অনুপ্রাণিত করেছেন। অভিনেত্রী তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে প্রেরণা জাগিয়ে তোলে এমন লোকদের একটি সাপ্তাহিক অংশ শেয়ার করেন। দেখে মনে হচ্ছে সোনু সুদ খুব শীঘ্রই সেই তালিকায় জায়গা করে নিতে পারেন। প্রসঙ্গত, সোনু সুদ করোনা ভাইরাস মহামারী চলাকালীন অপরিসীম কাজের জন্য ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) দ্বারা এসডিজির বিশেষ মানবিক অ্যাকশন পুরষ্কারে ভূষিত হয়েছেন।
 

এই সম্মান পাওয়ার পর অভিনেতা সোনু সুদ এমা ওয়াটসন, অ্যাঞ্জেলিনা জোলি, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তালিকায় শামিল হয়েছেন। এই ব্যক্তিত্বরা অতীতে এই সম্মানজনক পুরষ্কারে ভূষিত হয়েছেন। সোনু সুদের জন্য সব জায়গা থেকে শুভেচ্ছার বার্তা আসছে। সোনু প্রিয়াঙ্কার কাছ থেকেও আন্তরিক শুভেচ্ছাও পেয়েছেন। অভিনেত্রী লিখেছেন, “অভিনন্দন সোনু সুদ। আপনি এর উপযুক্ত! আপনি ঈশ্বরের কাজ চালিয়ে যাচ্ছ এবং এটি খুব অনুপ্রেরণামূলক। আপনি যা করেন তার জন্য আপনাকে ধন্যবাদ।” এতে সোনু জবাব দিয়ে বললেন, “আপনার প্রশংসামূলক কথার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয়ঙ্কা চোপাড়া। আপনি লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা এবং আমি তাদের মধ্যে একজন। আপনি আমাদের সত্যিকারের নায়ক হিসাবে বিশ্বকে অনুপ্রাণিত করুন। প্রচুর ভালোবাসা রইল।”
 

 

null

 

আরও পড়ুন: সারার বাড়িতে কাজে যোগ দিয়েছেন সুশান্তের পরিচারক!

এর আগেও প্রিয়াঙ্কা অভিবাসীদের নিজ শহরে পৌঁছে দিতে, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করতে এবং তালাবদ্ধ করার সময় চাকরির সুযোগ তৈরিতে অযোগ্য প্রচেষ্টা করার জন্য সোনুর প্রশংসা করেছেন। পুরষ্কারটিকে ‘বিরল সম্মান’ আখ্যা দিয়ে সোমবার সন্ধ্যায় সোনু সুদকে এই পুরষ্কার দেওয়া হয়। অভিনেতা বলেছিলেন, “আমি আমার বিনীত উপায়ে, নিজের প্রত্যাশা ছাড়াই সহবাসী দেশবাসীর জন্য যা কিছু কম করেছি, তা করেছি। তবে স্বীকৃতি ও সম্মানিত হয়ে ভাল লাগছে।” প্রসঙ্গত, সম্প্রতি সোনু সুদকে রাষ্ট্রসংঘের সংযুক্ত রাষ্ট্র বিকাশ কার্যক্রমের তরফে অভিনেতাকে ‘এসডিজি স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *