প্রকাশ্যে প্রিয়াঙ্কা-নিকের সন্তানের ছবি, ফের সুখবর দিলেন দেশি গার্ল

প্রকাশ্যে প্রিয়াঙ্কা-নিকের সন্তানের ছবি, ফের সুখবর দিলেন দেশি গার্ল

দীর্ঘ লড়াই শেষ করে বাড়ি ফিরেছে মেয়ে। রবিবার মাতৃ দিবসের দিন রাতেই সদ্যোজাত শিশু কন্যার ছবি প্রথমবারের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফের সুখবর দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। চলতি বছরের শুরুতেই গত ১৫ জানুয়ারি সারোগেসির সাহায্য নিয়ে মা হয়েছেন বলিউড তথা হলিউডের এই তারকা। কিন্তু প্রিয়াঙ্কা শিশুকন্যার জন্ম নেওয়ার খবর প্রকাশে আসতেই আরও একটি খবর সামনে আসে। জানা যায়, সময়ের আগে জন্ম নিয়েছেন প্রিয়াঙ্কা-নিকের সন্তান। অর্থাৎ তাঁদের শিশুকন্যা প্রিম্যাচিওর। আর তাই আপাতত তাঁকে হাসপাতালেই থাকতে হবে। এরপর কেটে গিয়েছে দীর্ঘদিন। টানা তিন মাস অন্তত প্রিয়াঙ্কা-নিকের তরফ থেকে তাঁদের সন্তান প্রসঙ্গে আর কোনও খবর মেলেনি। এরপর গত রবিবার অর্থাৎ ৮ মে মাতৃ দিবসের দিন প্রিয়াঙ্কা চোপড়া তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে জানান যে, দীর্ঘ একশো দিন ধরে আইসিউতে জীবন যুদ্ধে লড়াই করার পর অবশেষে বাড়ি ফিরেছে তাঁদের ছোট্ট শিশুকন্যাটি।

অনুরাগীদের এই খবর জানাতে ভারতীয় সময়ে রবিবার রাতে নিজের মেয়ের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন মা প্রিয়াঙ্কা। ওই পোস্টে অবশ্য মেয়ের মুখ ঢাকা দেওয়া রয়েছে। অন্যদিকে ছবিতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার পাশে রয়েছেন নিকও। ছবিটির সঙ্গে অভিনেত্রী লেখেন, ‘মাতৃ দিবসের অবসরে এটা জানাতেই হচ্ছে কতটা টানাপোড়নের মধ্যে দিয়ে আমাদের এই কয়েক মাস যেতে হয়েছে। তবে আরও অনেককে এই সমস্যার মধ্য দিয়ে যেতে হয় যা এতদিনে আমরা জানতে পারলাম। একশো দিন আইসিওতে কাটিয়ে অবশেষে আমাদের ছোট্ট মেয়েটি বাড়ি ফিরল।’ সেই সঙ্গে প্রিয়াঙ্কা ওই পোস্টে সেই সমস্ত চিকিৎসকদেরও ধন্যবাদ জানিয়েছেন যারা এতদিন ধরে একটু একটু করে তাঁদের মেয়েকে সুস্থ করে তুলেছেন।

উল্লেখ্য গত ১৫ জানুয়ারি সান দিয়েগোতে জন্ম নেয় প্রিয়াঙ্কা এবং নিকের কন্যা সন্তান। তারপরের দিনই অনুরাগীদের উদ্দেশ্যে সেই খবর দেন প্রিয়াঙ্কা নিজে। সঙ্গে এটাও জানেন যে সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে তাঁর শিশু কন্যার। সেই সময় অভিনেত্রী লেখেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সারোগেসির মাধ্যমে আমাদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। প্রিয়াঙ্কার দেওয়া এই সুখবর শুনে রীতিমতো আপ্লুত হন তাঁর অনুরাগীরা। তবে সেই সঙ্গেই কেন প্রিয়াঙ্কা চোপড়াকে সারোগেসির সাহায্য নিতে হল সেই প্রশ্নও ওঠে। সেই সময় সারোগেসি নাকি স্বাভাবিক সন্তান এই প্রসঙ্গে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে যায় বলিউড। তবে এরমধ্যে খবর পাওয়া যায় প্রিয়াঙ্কা-নিকের শিশুকন্যা প্রিম্যাচিওর। শারীরিক সমস্যার জন্য আপাতত তাকে হাসপাতালে থাকতে হবে। সেই থেকে টানা তিন মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল প্রিয়াঙ্কা এবং নিকের পরিবারের এই নতুন  সদস্য। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =