সিগারেট টেনে ট্রোলড ‘অ্যাজমা’ রোগী প্রিয়াঙ্কা

মুম্বই : প্রিয়াঙ্কার জন্মদিনের একটি ছবি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সিগারেট খাওয়ার সেই ছবির জন্য রীতিমতো ট্রোলড প্রিয়াঙ্কা চোপড়া। গত বছর দীপাবলিতে শব্দবাজি পোরানো নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি জানিয়েছিলেন তাঁর অ্যাজমা আছে, ফলে বাজির দূষণে তাঁর কষ্ট হয়। কিন্তু এবছর প্রিয়াঙ্কার জন্মদিনে সেই প্রসঙ্গ উঠে এল, নেট দুনিয়ায় শুরু

সিগারেট টেনে ট্রোলড ‘অ্যাজমা’ রোগী প্রিয়াঙ্কা

মুম্বই : প্রিয়াঙ্কার জন্মদিনের একটি ছবি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সিগারেট খাওয়ার সেই ছবির জন্য রীতিমতো ট্রোলড প্রিয়াঙ্কা চোপড়া। গত বছর দীপাবলিতে শব্দবাজি পোরানো নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি জানিয়েছিলেন তাঁর অ্যাজমা আছে, ফলে বাজির দূষণে তাঁর কষ্ট হয়। কিন্তু এবছর প্রিয়াঙ্কার জন্মদিনে সেই প্রসঙ্গ উঠে এল, নেট দুনিয়ায় শুরু হয়েছে বিতর্ক। ১৮ জুলাই জন্মদিন ছিল পিগি চপসের। মিয়ামির সমুদ্র সৈকতে মা মধু চোপড়া, বোন পরিণীতি ও স্বামী নিক জোনসের সঙ্গে জন্মদিন কাটাচ্ছিলেন তিনি। প্রিয়াঙ্কার মুখে সিগারেট ও মা ও স্বামী নিকের মুখে সিগারেট।

এই ছবি প্রকাশ হতেই নেটিজেনদের ট্রোলের শিকার হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তারা বলতে থাকেন, অ্যাজমা রোগীর সুখটান। কেউ কেউ বলেছেন, দীপাবলি এলে অ্যাজমা হয় প্রিয়াঙ্কার। ৩৭ বছরে পা দিলেন দেশি গার্ল সেই উপলক্ষে মিয়ামিতে পার্টির আয়োজন করেছিলেন নিক জোনস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + twelve =