মায়ের সঙ্গে সুইমিং পুলে প্রীতি, ‘মিষ্টি’ মন্তব্য হৃতিকের

মুম্বই: বহুদিন বলিউড থেকে মিসিং অভিনেত্রী প্রীতি জিন্টা। শোনা যাচ্ছিল বহুদিন কাজ না থাকায় আপাতত তিনি চাষবাসের কাজে মন দিয়েছেন। এর মধ্যেই অভিনেত্রী তাঁর মা নীলপ্রভা জিন্টার সঙ্গে সুইমপুলের একটি বি পোস্ট করলেন। ছবি দেখে হৃতিক লিখেছেন, 'মিষ্টি'।

মুম্বই: বহুদিন বলিউড থেকে মিসিং অভিনেত্রী প্রীতি জিন্টা। শোনা যাচ্ছিল বহুদিন কাজ না থাকায় আপাতত তিনি চাষবাসের কাজে মন দিয়েছেন। এর মধ্যেই অভিনেত্রী তাঁর মা নীলপ্রভা জিন্টার সঙ্গে সুইমপুলের একটি বি পোস্ট করলেন। ছবি দেখে হৃতিক লিখেছেন, 'মিষ্টি'।

ইনস্টাগ্রামে এই বিশেষ ছবিটি পোস্ট করেন প্রীতি। এর থেকেই প্রমাণিত লকডাউন এপিসোড ভালই কাটছে তাঁর। প্রীতির বয়স এখন ৪৫ বছর। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে তিনি তাঁর স্বামী গেনে গুডএনাফ এবং তাঁর মা নীলপ্রভা জিন্টার সঙ্গে রয়েছেন। বুধবার, প্রীতি তাঁর মায়ের সঙ্গে এই ছবিটি পোস্ট করেন। ছবিতে প্রীতি তাঁর মাকে “একজন উপদেষ্টা, থেরাপিস্ট, লাইফ কোচ, পরামর্শদাতা এবং একজন বন্ধু” হিসাবে বর্ণনা করেছেন। ছবিতে প্রীতি জিন্টা এবং তার মাকে সুইমিং পুলে দেখা যাচ্ছে। প্রীতি ছবির ক্যাপশনে লিখেছেন, “তিনি একজন উপদেষ্টা, থেরাপিস্ট, লাইফ কোচ, পরামর্শদাতা এবং একজন বন্ধু, সবাই একজনের মধ্যে মিশে গিয়েছেন। আমি তাঁকে মা বলি। তোমাকে ভালবাসি মা, আমি তোমাকে নিয়ে এখানে এসেছি বলে আমি খুব খুশি।” প্রীতি জিন্টার পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে হৃতিক রোশন মন্তব্য করেন, “মিষ্টি।”

লস অ্যাঞ্জেলেসে, প্রীতি জিন্টা তার মায়ের সাহায্যে বাড়িতে শাকসবজি চাষ করছেন। অভিনেত্রী প্রায়শই তাঁর রান্নাঘরের বাগানের ছবি শেয়ার করেন। সম্প্রতি, তিনি তাঁর ভক্তদের তার “ঘর কি খেতি”র নতুন সংযোজন কাঁচা লঙ্কার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। বলেছিলেন, “আমি আমার ঘর কি খেতি নিয়ে ফিরে এসেছি। কিচেন গার্ডেন বাড়ছে। আর আমিও হাসি ধরে রাখতে পারছি না। এখানে নতুন এই মশলাদার সবুজ লঙ্কাগুলি। ধন্যবাদ মা আমাকে এভাবে আনন্দ দেওয়ার জন্য।” অন্যান্য ক্লিপগুলিতে, প্রীতি জিন্টাকে তাঁর রান্নাঘরের বাগান থেকে বেল মরিচ এবং টমেটো তুলতে দেখা যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =