মুম্বই: সিনেমা হলে মুক্তি পাওয়া সমস্ত ছবিকেই এদেশে সেন্সর বোর্ডের স্ক্যানারের তলায় পড়তে হয়। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের (সিবিএফসি) অনুমোদন ব্যতীত কোনও ফিল্মই রিলিজ করতে পারে না এদেশে। কিন্তু অনলাইন মুভি বা ওয়েব সিরিজের সেই বাধ্যবাধকতা নেই। তাকে কোনও সেন্সর বোর্ডের কাঁচির আঘাত সহ্য করতে হয় না। ফলে এ ক্ষেত্রে অনেক স্বাধীনতা দেখাতে পারেন পরিচালক এবং অভিনেতারা। বিষয়বস্তুর ক্ষেত্রেও কাউকে কৈফিয়ত দেওয়ার থাকে না অনলাইন মাধ্যমে মুক্তি পাওয়া ছবি বা সিরিজের। এবার অবশ্য সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশি একটি ওয়েব সিরিজ নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন।
স্বরা ভাস্কর অভিনীত এই ওয়েব সিরিজটির নাম ‘রসভরি’। এতে কোনও এক দৃশ্যে দেখানো হয়েছে পানশালায় মত্ত যুবকদের সামনে কুরুচিপূর্ণ ভঙ্গিমায় একটি শিশুকন্যা নাচ করছে। এতেই খেপে গেছেন প্রসূন। তিনি এই ওয়েব সিরিজকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে বলেছেন, সবকিছুরই একটা সীমা থাকা দরকার। এটা অভিব্যক্তির স্বাধীনতা নাকি সুবিধা নেওয়ার স্বাধীনতা? এমন দৃশ্য কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। সিরিজটিতে এক শিক্ষিকার ভূমিকায় দেখানো হয়েছে স্বরা ভাস্করকে যে কি না কখনও কখনও অত্যন্ত কামুক হয়ে ওঠে৷
Saddened byWebseries #Rasbhari’s irresponsible content portraying alittle girl child dancing provocatively in frontof men drinking.Creators& audience need 2seriously rethink Freedomof expression or freedom of exploitation?Let’s spare children in thedesperate need4 entertainment.
— Prasoon Joshi (@prasoonjoshi_) June 26, 2020