কলকাতা: ইডির জেরার ১৯ দিনের মাথায় রাজ্য সরকারি প্রভাবিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটি থেকে সরে দাঁড়ালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ তাঁর এই সিদ্ধান্তের পিছনে ব্যক্তিগত কারণ হিসাবে উল্লেখ করেছেন অভিনেতা৷
চলতি বছর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সুবর্ণ জয়ন্তী বর্ষ৷ ফলে, উৎসবের প্রস্তুতি চলছে জোরকদমে৷ কিন্তু সুবর্ণ জয়ন্তী বর্ষ ঘিরে ফিরল বিতর্ক৷ গত বছর চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ কিন্তু, এবার রাজ চক্রবর্তীকে ওই পদে বসানো হয়েছে৷ এই নিয়ে শুরু হয় বিতর্ক৷ বিতর্কের আরও উস্কে সংবাদমধ্যমে প্রসেনজিৎ বলেন, আমি গোটা বিষয়টি নিয়ে অন্ধকারে৷ আমাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি৷ তবে, আমি জানিয়ে দিয়েছি, ব্যক্তিগত কারণে সরে দাঁড়াচ্ছি৷ চলচ্চিত্র উৎসবের কমিটি পরামর্শ চাইলে দিতে পারি৷ কিন্তু, কমিটিতে থাকছি না৷’’
গত ১৯ জুলাই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের পর প্রায় সাড়ে ছ’ঘণ্টা ধরে ইডির জেরার মুখোমুখি হলেন বাংলা সিনেমার অন্যতম অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়৷ জেরা শেষে অভিনেতা জানান, তিনি তদন্তে সহযোগিতা করতে এসেছিলেন৷ রোজভ্যালির সঙ্গে তাঁর কী চুক্তি ছিল, তাও তিনি ইডিকে জানিয়েছেন৷ ইডির জেরার পর উৎসবের চেয়ারম্যান পদে বদল ও কমিটি থেকে সরে দাঁড়ানো নিয়ে তৈরি হয়েছে জল্পনা৷