মাত্র ৭ দিন প্রেম করেই বিয়ে! পরীমণির কত নম্বর স্বামী রাজ?

মাত্র ৭ দিন প্রেম করেই বিয়ে! পরীমণির কত নম্বর স্বামী রাজ?

ঢাকা: মা হতে চলেছেন পরীমণি৷ এই খবরে ঝড় উঠেছে দুই বাংলার বিনোদন জগতে৷ সম্প্রতি স্বামী  শরিফুল রাজের  সঙ্গে ছবি শেয়ার করে মা হওয়ার কথা নিজেই জানিয়েছেন পরী৷ জানা গিয়েছে, গত অক্টোবর মাসে ‘গুণিন’ ছবির সেট থেকেই রাজ-পরীর আলাপ৷ তারপর প্রেম ও গোপনে বিয়ে৷ বিতর্কিত এই নায়িকার মা হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে৷ একই ভাবে হতবাক করেছে দুই বাংলার সিনেপ্রেমীদের৷ 

আরও পড়ুন- শুধু করোনা নয়, আরও এক রোগে আক্রান্ত লতা

যৌন হেনস্থা থেকে মাদক মামলা, একাধিক প্রেম, সম্পর্ক, বিয়ে, সব মিলিয়ে সর্বদা বিতর্কের শিরোনামে থেকেছেন পরীমণি৷ গত বছর মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি৷ সেই সময় ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন বাংলাদেশী নায়িকা৷ মামলার সূত্রেই জানা যায় তদন্তকারী অফিসারের সঙ্গে এক সময় নাকি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পরীমণির৷ শুধু তাই নয়, শুরু থেকেই একাধিক পুরুষ এসেছে তাঁর জীবনে৷ কিন্তু সবের মাঝে তিনি বেমালুম চেয়ে গিয়েছিলেন বিয়ের কথাটি৷  কিন্তু কেন? নায়িকার সাফ জবাব, পরে অনুষ্ঠান করে সকলকে জানানোর কথা ভেবেছিলাম৷ কিন্তু তাঁর আগেই প্রকাশ্যে চলে এল তাঁর মা হওয়ার খবর৷ 

শরিফুল

জেলমুক্তির পরেই গত অক্টোবর মাসে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবির সেটে ফেরেন পরীমনি। ওই ছবিতে পরীর নায়ক ছিলেন রাজ। মাত্র সাতদিনের প্রেমপর্বের পরেই রাজকে বিয়ে করে নেন পরীমনি! এটা কোনও চলচ্চিত্রের কাহিনী নয়, বরং এটাই বাস্তব।  তবে বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই একটাই চর্চা, কতদিন থিতু হবে পরীমনির নতুন বিয়ে? সেই সঙ্গে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শরীফুল রাজ পরীমনির চতুর্থ নাকি পাঞ্চম স্বামী?  

শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি অভিনয় জগতে পা রাখার আগেই গাঁটছড়া বেঁধেছিলেন দূর সম্পর্কের দাদা সমাইল হোসেনের সঙ্গে৷ সালটা ২০১০৷  দু’বছর পর ফেরদৌস কবীর সৌরভ নামে এক যুবককে বিয়ে করেন এই লাস্যময়ী৷ শোনা যায়, তাঁর ইচ্ছেতেই নাকি অভিনয় জাগতে পা রেখেছিলেন পরীমণি৷ কেউ কেউ বলেন, সৌরভের সঙ্গে নাকি বিবাহবিচ্ছেদও হয়নি নায়িকার। তবে তাঁদের সম্পর্ক ভেঙে বহু দিন আগেই৷ 

পরীমণি

কেরিয়ার শুরুর প্রথম ধাপে প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পরীমনির৷ তবে তাঁদের বিয়ে হয়নি। ২০২০ সালের ১৪ই এপ্রিল বাংলাদেশের সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সম্পন্ন হয় অভিনেত্রীর৷ এপ্রিলেই ছিল বিয়ের তারিখ৷ সেই সম্পর্কও টেকেনি। তাঁদের বিয়েটা হয়েছিল কিনা, তা নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে৷ সম্পর্কের তালিকা এখানেই শেষ নয়৷  ২০২১ সালের মার্চ মাসে সহকারী পরিচালক কামরুজ্জামান রনির সঙ্গে নিকাহ হয় তাঁর৷ খুবই অল্প দিনের পরিচয়েই তাঁরে বিয়ে করেছিলেন পরীমনি। তিন মাস যেতেই বাজে বিচ্ছেদের সুর। 

পরীমণি

তামিম হাসানের সঙ্গে পরীমনির বিয়ে নিয়ে দ্বিমত থাকায় শরীফুল রাজ পরীমণির কত নম্বর স্বামী তা নিয়ে সংশয় তৈরি হয়েছে৷ শরীফুল রাজ পরীমনির চতুর্থ না পঞ্চম স্বামী, সেই প্রশ্নের জবাব দিতে পারেন একমাত্র পরীমনিই৷ তবে অনেকেই মনে করছেন এবার যখন মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখন হয়তো রাজের সঙ্গে পরীমণির বিয়েটা টিকেই যাবে হয়তো!
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =