‘অন্তর্বাস পরেন না কেন?’ লাইভে এসে উষ্ণতা ছড়িয়ে সপাটে জবাব পুনম পাণ্ডের

‘অন্তর্বাস পরেন না কেন?’ লাইভে এসে উষ্ণতা ছড়িয়ে সপাটে জবাব পুনম পাণ্ডের

মুম্বই: পুনম পাণ্ডের নামের সঙ্গেই যেন ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে বিতর্ক৷ জড়িয়ে রয়েছে শরীরি উত্তেজনা৷ কখনও নগ্ন হয়ে, কখনও অন্তর্বাস না পরে ঝড় তুলেছেন তিনি৷ পুনম যত বারই সোশ্যাল মিডিয়া লাইভে এসেছেন, তত বারই বোমা ফাটিয়েছেন৷ আরও একবার সকলকে ঝটকা দিলেন অভিনেত্রী৷ কেন অন্তর্বাস পরেন না, সটান জবাব দিয়ে চমকে দিলেন পুনম৷ 

আরও পড়ুন- ৩টি জাতীয় পুরস্কার প্রাপ্ত নাসিরুদ্দিনের শ্যালিকা সুরেখার শেষ জীবন কাটল অর্থাভাবে

poonam

কখনও অশ্লীলতার দায়ে তুমুল সমালোচিত হয়েছেন, কখনও আবার পেয়েছেন নোটিশ৷ তাতে অবশ্য কিছু যায় আসে না পুনমের৷ বরং শরীরি হিল্লোহ আর নগ্নতাকে পুঁজি করে উঠে এসেছেন শিরোনামে৷ বয়ফ্রেন্ড কিংবা স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দিতেও পিছপা হন না বোল্ড পুনম৷ যদিও বিতর্কের মুখে তাঁর সাফাই, অজান্তেই নাকি ওই ভিডিয়ো ফাঁস হয়ে গিয়েছিল৷ তিনি যাই বলুন, সোশ্যাল মিডিয়ায় একের পর এক ঘাম ঝরানো হট ছবি ও ভিডিয়ো পোস্ট করে বরাবরাই লাইমলাইটে থাকেন পুনম৷ 

punam

গত বছর পুনমের ইনস্টা প্রোফাইল হ্যাক হওয়ার পর অনেক দিন ইনস্টা থেকে দূরে ছিলেন তিনি৷ কিন্তু আবার তাঁর প্রত্যার্পণ ঘটেছে৷ আর ফিরেই পুরনো ফর্মে ব্যাটিং শুরু৷  এদিন লাইভে এসেছিলেন অন্তর্বাস ছাড়া৷ সাদা টি-শার্টের উপর ছিল নগ্ন মেয়ের ছবি৷ তাঁকে দেখে এক নেটিজেন প্রশ্ন করেন ‘আপনি অন্তর্বাস পরেন না কেন?’ পুনমও সপাটে জবাব দেন৷ বলেন, তিনি কোনও অন্তর্বাস পরেন না৷ কারণ তিনি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী৷ 

এখানেই থেমে থাকেননি পুনম৷ অনুরাগীদের প্রশ্ন করেন কে তাঁর এই টিশার্ট চায়৷ তাহলে না ধুয়েই তাঁকে সেটা পাঠিয়ে দেবেন৷ প্রসঙ্গত, গত বছর বিয়ের পিড়িতে বসেছিলেন মডেল অভিনেত্রী৷ কিন্তু ২২ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে আনেন যৌন হেনস্থার অভিযোগ৷ পরে অবশ্য সব মিটমাট করে নেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =