Aajbikel

২৪ ঘণ্টার টানটান উত্তেজনা শেষে ইনস্টা পোস্টে হাজির পুনম! বললেন, বেঁচে আছি!

 | 
পুনম

 মুম্বই: ২৪ ঘণ্টা টানটান উত্তেজনার পর, নাটকে যবনিকা পতন৷ অবশেষে জানা গেল তিনি বেঁচে আছেন৷ সুস্থ আছেন৷ 

শুক্রবার সকালে আমচকা একটি পোস্ট ঘিরে জল্পনার পারদ চড়ে৷ জানা যায়, জরায়ুমুখের ক্যান্সারে প্রয়াত হয়েছেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে৷ অভিনেত্রীর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি করা হয়৷ পুনমের ম্যানেজার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘‘আজকের সকালটা আমাদের জন্য খুবই কষ্টের। দুঃখের সঙ্গে জানাচ্ছি, জরায়ু-মুখের ক্যানসারে আমরা পুনমকে হারিয়েছি। দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ জানাই। আমরা স্নেহের সঙ্গে ওঁকে স্মরণ করব।’’ কিন্তু এর পরেও অনেকেই তাঁর মৃত্যুর খবরটা মেনে নিতে পারছিলেন না৷ আপসেট ছিল গোটা বলিউড। তাঁর মৃত্যুসংবাদে সমবেদনা জানান কঙ্গনা রানাউত থেকে অনুপম খেরের মতো ব্যক্তিত্বরা। পুনম বেঁচে নেই, সে কথা মনতে পারেননি তাঁর বন্ধু মুনাওয়ার ফারুকিও। এই হইচই-এর মাঝেই প্রকাশ্যে এলেন পুনম। ভিডিয়ো পোস্ট করে জানালেন, তিনি ‘বেঁচে আছেন’! তাহলে নিখোঁজ হয়েছিলেন কেন? জানালেন সে কহিনীও৷ 

আসলে সার্ভিকাল ক্যানসার বা জরায়ু-মুখের ক্যানসার নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল তাঁর মূল উদ্দেশ্য। এর বিরুদ্ধে লড়তে মহিলাদের যে টিকা নেওয়ার প্রয়োজন, সে কথাই তুলে ধরেন পুনম। সম্প্রতি অন্তর্বতী বাজেটেও জরায়ু-মুখের ক্যানসারে নিরাময়ের টিকার দেওয়ার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ তার পরের দিনই সার্ভিকাল ক্যানসারে পুনমের মৃত্যু ঘিরে পোস্ট! যা রহস্য তৈরি করে। অর্থমন্ত্রীর ঘোষণাকে গুরুত্ব দিয়েই পুনম এমন কাণ্ড ঘটিয়েছেন কিনা, তা নিয়ে জল্পনা থেকেই গেল।

যদিও তাঁর এই কাজে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। তাঁরা মনে করছেন, মৃত্যু নিয়ে এত বড় মিথ্যেটা পুনম না বললেই পারতেন। তবে পুনম সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বাকি কথা জানাবেন বলে কথা দিয়েছেন৷ 

 

Around The Web

Trending News

You May like