মুম্বই: গোয়ার সরকারি বাংলোয় অবৈধ আচরণ এবং অশ্লীল ভিডিওর শুট করার অভিযোগে অভিনেত্রী পুনম পান্ডেকে গ্রেফতার করল গোয়া পুলিশ। দক্ষিণ গোয়া জেলার কানাকোনা শহরের সরকারি অনুমতির অপব্যবহার করে শুটিংয়ের অনুমোদন দেওয়ার জন্য দুজন পুলিশ সদস্যকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এক আধিকারিক জানিয়েছেন, উত্তর গোয়ার সিনকুইরিমের একটি পাঁচতারা হোটেলে থাকছিলেন পুনম পাণ্ডে। সেখান থেকেই তাঁকে বিকেলে ক্যালানগুটে পুলিশ গ্রেফতার করে। পরে তাঁকে কানাকোনা পুলিশের কাছে পাঠানো হয়। অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে খবর। বুধবার পুনম পাণ্ডের বিরুদ্ধে কানাকোনা শহরের চপোলি বাঁধে অশালীন ভিডিও শুট করার জন্য একটি মামলা দায়ের করা হয়। বাঁধ পরিচালনকারী রাজ্য জল সম্পদ বিভাগ এই অভিযোগ দায়ের করেছিল। বৃহস্পতিবার কানাকোনার বেশ কয়েকজন বাসিন্দা পুলিশ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শহরে শাটডাউনের আহ্বান করেন। ওই পুলিশকর্মীরা এই কাণ্ডের জন্য অভিনেতা এবং ক্রু সদস্যদের সুরক্ষা দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছিল। পুলিশ সুপার পরে বলেন, পুলিশ পরিদর্শক তুকারাম ও একজন কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দফতরের তদন্ত মুলতুবি রয়েছে। দুই পুলিশ সদস্যকে কেন সাময়িক বরখাস্ত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তদন্তের পরেই বিশদ প্রকাশ করা হবে।
কয়েকদিন আগেই গোয়ায় গিয়েছিলেন পুনম। সেখানে তিনি একটি ভিডিয়ো শুট করেন। এরপরই গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার তরফে পুনমের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে গোয়ার ছাপোলি দামে পর্ন ভিডিও শুট করার অভিযোগ উঠেছে। এছাড়া আরও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ দায়ে করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পুনমের ভিডিও তুলে দিচ্ছিলেন। যদিও কানাকোনা পুলিশের তরফে ওই ব্যক্তির সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।