Aajbikel

বেঁচে আছেন পুনম? বন্ধুর টুইট ঘিরে শোরগোল নেটপাড়ায়

 | 
পুনম পান্ডে

মুম্বই: শুক্রবার সকালে আচমকাই আসে দুঃসংবাদ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যুর খবর৷ তার পর থেকেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে সন্দেহ৷ অনেকেই পুনমের মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না৷ নেটিজেনদের একাংশের অভিমত, স্পটলাইট কাড়তেই ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়েছেন পুনম৷ শনিবার এমনই দাবি করলেন পুনমের ঘনিষ্ঠ ফ্যাশন ডিজাইনার উমের সান্ধুও। উমেইর তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘পুনমের তুতো বোনের সঙ্গে আমার কথা হয়েছে। পুনম বেঁচে আছেন। নিজের মৃত্যু সংবাদ দারুণ উপভোগ করছেন!” বলে রাখি, উমেরও কিন্তু গতকাল পুনমের মৃত্যু সংবাদ পাওয়ার পর সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছিলেন৷ 

অন্যদিকে, শনিবার এক সংবাদমাধ্যমে পুনমের দেহরক্ষী বলেন, ‘‘রবিবার রাতে আমি পুনমের সঙ্গেই ছিলাম। ওঁকে দেখে একবারও অসুস্থ মনে হয়নি। পুনমের বোনকে ফোন করা হলেও উনি ধরছেন না। বলতে পারব না ঠিক কী হয়েছে।” দেহরক্ষী এও জানান, অভিনেত্রীর সঙ্গে তিনি ১০ বছর ধরে কাজ করছেন৷ কিন্তু কোনও দিন ক্যান্সারের কথা শোনেননি৷ 

Around The Web

Trending News

You May like