কলকাতা: অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যুর ঘটনায় পরতে পরতে রহস্যের জাল৷ ধীরে ধীরে খুলছে একের পর এক জট৷ ইতিমধ্যেই পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী ও তাঁর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করেছেল পল্লবীর বাবা-মা৷ সাগ্নিককে হেফাজতে নিয়ে জেরা করছে গরফা থানার পুলিশ৷ পাশাপাশি তল্লাশি চালানো হয় পল্লবীর ভাড়া নেওয়া ফ্ল্যাটে৷ আর সেখান থেকেই পুলিশের হাতে এল চমকে দেওয়ার মত তথ্য৷
আরও পড়ুন- পল্লবীর মৃত্যুতে লিভ ইন পার্টনার সাগ্নিক ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের
পুলিশ জানাচ্ছে, পল্লবী-সাগ্নিকের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে হুক্কা, গাঁজা-সহ একাধিক নেশার দ্রব্য৷ সেই সঙ্গে হাতে এসেছে পল্লবীর মোবাইল ফোনও৷ সেখান থেকেও বেশ কিছু তথ্য জানতে পেরেছে পুলিশ। সেখান থেকেই জানা গিয়েছে, মৃত্যুর আগে শেষবার বাড়ির পরিচারিকাকে ফোন করেছিলেন পল্লবী। তবে তাঁদের মধ্যে কী কথোপকথন হয়েছিল, তা এখনও জানা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, পল্লবীর পরিবার ইতিমধ্যেই জানিয়েছেন যে, মেয়ের ফ্ল্যাটে কাজ করার জন্য ওই পরিচারিকার খোঁজ দিয়েছিলেন অভিনত্রীর মাসি। ওই পরিচারিকা পল্লবীর মাসিকে বহুবার বলেছিলেন, ‘দাদা-বউদি (সে জানত ওঁরা বিবাহিত) খুব ঝগড়া করে৷
খুনের অভিযোগের পাশাপাশি সাগ্নিক পল্লবীর কাছ থেকে আর্থিক সুবিধা নিত বলেও দাবি পল্লবীর পরিবারের। এমনকী, সাগ্নিক নিজের ও নিজের বাবার নামে নিউটাউনে যে ফ্ল্যাটটি কিনেছেন তাতে পল্লবী মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন বলেও দাবি করেছে অভিনেত্রীর বাবা-মা। দু’জনের নামে জয়েন্ট ফিক্সড ডিপোজিটও ছিল ব্যাঙ্কে৷
পল্লবীর মৃত্যু যেন উস্কে দিয়েছে সুশান্ত সিং রাজপুতের ঘটনা পল্লবী যেন সুশান্ত, আর সাগ্নিকের ভূমিকা রিয়ার মতো। পল্লবীর ঘনিষ্ঠ মহল থেকে অনুরাগী, আম জনতা, সকলেই চাইছে দ্রুত বিচার হোক।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>