“যাঁরা মিম তৈরি করেন তাঁদের হেনস্তা করবেন না”, আর্জি নেহার

মুম্বই: গায়িকা ও ইন্ডিয়ান আইডল বিচারক নেহা কক্কর ও রোহানপ্রীত সিংয়ের বিয়ের খবর কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চালু হয়েছে মিমও। সেই মিমগুলি যারা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালেন নেহা। নেহা অবশ্য আগে থেকেই মিম মিম মেকারদের খুব প্রিয়। কারণ প্রায়শই রিয়ালিটি শো বিচার করার সময় সংবেদনশীল হয়ে পড়েন তিনি ও কান্নাকাটি শুরু করে দেন। সেগুলো নিয়ে মাঝেমধ্যেই মিম হয়। তাঁর মিম নিয়ে প্রায়ই কটাক্ষ করেন নেহার ভক্তরা। গায়িকার পাশে দাঁড়াতে চান তাঁরা। এবার নেহা বললেন, যাঁরা মিম করেন, তাদের যেন কোনওভাবেই হেনস্তা না করা হয়।

মুম্বই: গায়িকা ও ইন্ডিয়ান আইডল বিচারক নেহা কক্কর ও রোহানপ্রীত সিংয়ের বিয়ের খবর কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চালু হয়েছে মিমও। সেই মিমগুলি যারা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালেন নেহা। নেহা অবশ্য আগে থেকেই মিম মিম মেকারদের খুব প্রিয়। কারণ প্রায়শই রিয়ালিটি শো বিচার করার সময় সংবেদনশীল হয়ে পড়েন তিনি ও কান্নাকাটি শুরু করে দেন। সেগুলো নিয়ে মাঝেমধ্যেই মিম হয়। তাঁর মিম নিয়ে প্রায়ই কটাক্ষ করেন নেহার ভক্তরা। গায়িকার পাশে দাঁড়াতে চান তাঁরা। এবার নেহা বললেন, যাঁরা মিম করেন, তাদের যেন কোনওভাবেই হেনস্তা না করা হয়।
 

নেহা বিষয়টি নিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “সমস্ত মিম অ্যাকাউন্ট এবং তাদের বিদ্বেষীদের জন্য। এতদিন ধরে আমি আমার মিমস দেখছি! আজ আমি কিছু বলতে চাই। যারা মিমস দেখেন এবং বিরক্ত হন তাঁদের কাছে একটা অনুরোধ। অনুগ্রহ করে এই সব মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। প্রত্যেকের জীবনে কিছু কাজ রয়েছে। যা তাদের সম্পূর্ণ বোধ করায়। মিমস তৈরি করা যদি তাদের কাজ হয় বা এলোমেলো মজার মিমসগুলি যদি তাদের সুখ দেয়, তাদের সেভাবেই থাকতে দিন! আর মিমস তো বিখ্যাত ব্যক্তিদের নিয়েই হয়। সুতরাং আমি যদি এই জায়গায় থাকি যেখানে আমি খ্যাতি পেয়েছি, তাহলে আমাকে এই সমস্ত কিছু গ্রহণ করতে হবে এবং তাদের খুশি থাকতে দিতে হবে। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন! সুখী থাকো! শুধু কারোর মনে কষ্ট দিও না বন্ধু।”
 

শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাঁর দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন নেহা। রোহনপ্রীত সঙ্গীত রিয়েলিটি শো ‘ইন্ডিয়া’স রাইজিং স্টার’-এর দ্বিতীয় মরসুমের প্রথম রানার-আপ ছিলেন। এই বছরের শুরুর দিকে শেহনাজ গিলের অন্যতম দাবীদার হিসাবে রোহনপ্রীত ‘মুজসে শাদি করোগে’ নামে একটি বিবাহের রিয়েলিটি শোতে উপস্থিত হয়েছিলেন। নেহা এবং রোহানপ্রীত সম্প্রতি একসঙ্গে একটি মিউজিক ভিডিও করেছেন। “আজা চল ব্যাহ কারওয়াইয়ে লকডাউন ভিচ কাট হোনে খরচে”। নেহা সম্প্রতি নিজের ইন্সটা-স্টোরিতে এই সিঙ্গলের এই পাঞ্জাবি লিরিক্স পোস্ট করেছিলেন। যার অর্থ “লকডাউনে বিয়ে করা যাক। মহামারীজনিত কারণে আমাদের কম ব্যয় হবে।” রোহনপ্রীত তাঁর ও নেহার একসঙ্গে একটি ছবি পোস্ট করে ‘ডায়মন্ড দা চাল্লা’ গানের ভিডিও পোস্ট করেন। ভিডিওতে রোহন নেহার আঙুলের উপর একটি আংটি পরাচ্ছেন। সূত্রের খবর, “এই মাসের শেষের দিকে দিল্লিতে এই বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। মহামারীজনিত কারণে এই বিয়ে খুব ছোট করে ও ঘনিষ্ঠদের উপস্থিতিতেই হবে। তবে রোহনপ্রীতের ম্যানেজার বলেছিলেন, এই জাতীয় আলোচনা তাঁদের কানেও এসেছে। রোহন ও নেহা একসঙ্গে একটি সিঙ্গলস করেছিলেন এবং সেই কারণেই তাঁরা একত্রিত হয়েছেন। রোহনপ্রীতের বিয়ের কোনও পরিকল্পনা নেই।

সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটদুনিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে নেহা রোহনপ্রীতের বাড়িতে রয়েছেন। রোহনপ্রীতের বাবা-মা নেহাকে স্বাগত জানাচ্ছেন ও শগুন দিচ্ছেন। নেহাকে গোলাপি নেটের শাড়ি আর সবুজ দোপাট্টায় দেখা গিয়েছে। সঙ্গে হার, টিকলি, চুড়ি, বালা সহ একাধিক অলঙ্কার তাঁর গায়ে। রোহনপ্রীতের গায়ে রয়েছে গোলাপি ও সাদার স্টাইলিশ কুর্তা। সবাই ভেবেছিল এটাই হয়তো নেহার রোকা অনুষ্ঠান। কিন্তু নেহা সোশ্যাল মিডিয়ায় তা নস্যাৎ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি মোটেই তাঁর রোকা অনুষ্ঠান নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 6 =