দেবের সঙ্গে রাধিকার যৌনতার ছবি ফাঁস, দেখুন ভাইরাল সেই ছবি

মুম্বই: দেবের সঙ্গে রাধিকা আপ্তের সিনেমার যৌনতার দৃশ্য ফাঁস সোশ্যাল দুনিয়ায়৷ দ্যা ওয়েডিং গেস্ট সিনেমা অভিনয় করছেন অভিনেতা দেব প্যাটেল৷ রয়েছেন রাধিকা আপ্তে৷ ছবিতে দেখানো একটা যৌনতার দৃশ্য ফাঁসের পর নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ এর আগেও রাধিকার নগ্ন দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়৷ রাধিকা-দেবের সিনেমাটি এর আগে আমেরিকায় ফেস্টিভ্যালে দেখানো হয়৷ তবে এখনও

দেবের সঙ্গে রাধিকার যৌনতার ছবি ফাঁস, দেখুন ভাইরাল সেই ছবি

মুম্বই: দেবের সঙ্গে রাধিকা আপ্তের সিনেমার যৌনতার দৃশ্য ফাঁস সোশ্যাল দুনিয়ায়৷ দ্যা ওয়েডিং গেস্ট সিনেমা অভিনয় করছেন অভিনেতা দেব প্যাটেল৷ রয়েছেন রাধিকা আপ্তে৷ ছবিতে দেখানো একটা যৌনতার দৃশ্য ফাঁসের পর নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ এর আগেও রাধিকার নগ্ন দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়৷

দেবের সঙ্গে রাধিকার যৌনতার ছবি ফাঁস, দেখুন ভাইরাল সেই ছবিরাধিকা-দেবের সিনেমাটি এর আগে আমেরিকায় ফেস্টিভ্যালে দেখানো হয়৷ তবে এখনও কোনও হলে তা মুক্তি পাইনি৷ কিন্তু, কীভাবে এই ভিডিওটি ভাইরাল হল তা খতিয়ে দেখছে সিনেমাটির প্রযোজক সংস্থা৷ ঘটনায় ক্ষুব্ধ রাধিকা আপ্তে জানিয়েছেন, এটা হল সমাজের কিছু মানুষের অসুস্থতার পরিচায়৷ সিনেমায় অনেক ভাল দৃশ্য আছে৷ কিন্তু ওদের নজর শুধু যৌনতায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + fourteen =