Aajbikel

বর-কনের সাজে বিজয়-রশ্মিকা, তবে কি চুপিসারে বিয়েটা সেরেই ফেললেন দু’জনে?

 | 
vijay rashmika

মুম্বই: দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা এবং ন্যাশনাল ক্র্যাশ রশ্মিকা মান্দানা৷ পর্দায় তাঁদের সমীকরণ নজরকাড়া৷ রিয়্যাল লাইফেও দু’জনের মাখোমাখো সম্পর্ক কারোও নজর এড়ায় না৷ তবে প্রশ্ন করলেই জবাব আসে, শুধুই ভালো বন্ধু৷ তাঁদের নিয়ে নানা গুঞ্জনের মাঝেই শোনা গিয়েছিল, দু’জনে নাকি চুপিসারে মলদ্বীপ ঘুরতে গিয়েছিলেন৷ আবার শোনা যায়, বছর দুইআগেই নাকি, তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে৷ প্রেম হোক বা বিচ্ছেদ, হামেশাই চর্চায় এই তারকা জুটি৷ তাঁদের সম্পর্কের বর্তমান আপডেট পেতে অনেকেই মরিয়া হয়ে থাকেন৷ মঙ্গলবার নেটপাড়ায় তাঁদের এমন এক ছবি ঘুরপাক খেতে শরু করেছে যে, ধন্দে পড়েছেন তাঁর অনুরাগীরা৷ ওই ছবিতে বিজয় এবং রশ্মিকা ধরা পড়েছেন বর-কনের বেশে! তবে কি চুপি চুপি বিয়েটা সেরেই ফেললেন দু’জনে? 

বিজয় রশ্মিকা


প্রসঙ্গত, বিজয় দেবেরাকোন্ডা ‘ফ্যান পেজ’ থেকে বিয়ের সাজে বিজয়-রশ্মিকার এই ছবির সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ যেখানে সাদা শেরওয়ানিতে সেজেছেন বিজয় আর লেহেঙ্গা পরে হাসিমুখে লাজুক হাসি রশ্মিকার। ছবিটি ভালো করে দেখলে বোঝা যাবে, বিজয়-রশ্মিকার ছবিটি কৃত্রিম ভাবে ‘সুপারইম্পোজ’ করে বসানো। তাঁদের কোনও অনুরাগী এই কাণ্ডটি ঘটিয়েছেন। তবে এই ছবিটি দেখে কারও কারও মন্তব্য, ‘খুব শীঘ্রই ছবিটি সত্যি হবে।’


‘গীতগোবিন্দম’ ছবির সেটে কাছাকাছি আসেন বিজয়-রশ্মিকা। এর পর পর্দার কেমিস্ট্রি ধরা পড়ে বাস্তবের মাটিতেও৷ কেন তাঁরা একে অপরের থেকে দূরে গেলেন, তা অবশ্য কারও জানা নেই। তবে দু’জনে এখনও ‘ভাল বন্ধু’। সে কথা বারবারই তাঁরা স্বীকার করেছেন৷ তবে তাঁদের হাবভাব দেখলে প্রেমিক-প্রেমিকা বলে যে কেউ ভুল করতেই পারেন। তাঁদের অনুরাগীদের অপেক্ষা, কবে তাঁদের প্রিয় জুটি সে কথা প্রকাশ্যে ঘোষণা করবেন৷  

Around The Web

Trending News

You May like