মুম্বই: তিনি নগ্ন হতেই শুরু হয়েছিল তোলপাড় করা আলোচনা৷ সম্পূর্ণ বিবস্ত্র হয়ে ফটোশ্যুট করতেই পড়েছিল শোরগোল৷ কিন্তু, সব বিতর্ক ভুলে বলিউড তারকা রণবীর সিং-এর কাছে এল ফের নিরাবরণ হওয়ার আর্জি৷ এবার উদ্দেশ্য অবশ্য মহৎ৷ একটি জরুরি কাজে লাগবে তাঁর নিরাবরণ ফটোশ্যুট৷ আরও একবার তাঁকে পোশাকহীন শরীরী প্রদর্শনে যাওয়ার আর্জি জানাল ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস’ বা পেটা।
আরও পড়ুন- না ফেরার দেশে এই বলি অভিনেতা, শোকের ছায়া টিনসেল টাউনে
একটি মানব দেহে যা যা অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটি পশুর শরীরেও তাই রয়েছে৷ হাত, পা, বুক, পেট সব কিছু নিয়েই গঠিত হয় তাদের শরীর৷ অথচ নির্বিচারে তাদের হত্যা করে মাংস খেতে খারাপ লাগে না? সে কথা বিবেচনা করেই বহু দিন ধরে নিরামিষাশী হওয়ার ডাক দিচ্ছে এই পশুপ্রেমী সংস্থা। সেই সংস্থারই রোল মডেল হতে পারেন রণবীর। সকলের সামনে নিরাবরণ শরীর মেলে ধরে সচেতনতার প্রতীক হয়ে উঠতে পারেন তিনি। সেই ভাবনা থেকেই তাঁর কাছে প্রস্তাব এসেছে৷ পেটার তরফ থেকে রণবীরকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘আশা করি আমাদের জন্যও আর এক বার পোশাক ছুড়ে ফেলতে পারবেন আপনি।’ সেই সঙ্গে পেটার পক্ষ থেকে হলিউড তারকা পামেলা অ্যান্ডারসনের উদাহরণও তুলে ধরা হয়েছে। এর আগে তাঁদের প্রচার অভিযানের জন্য পোজ দিয়েছিলেন অ্যান্ডারসন।
মূলত পশুর অধিকার নিয়ে লড়াই করে পেটা। বর্তমানে তাদের ২০ লক্ষেরও বেশি সমর্থক রয়েছে। রণবীরের ‘ন্যুড ফটোশুট’ তাঁদের বিশেষ ভাবে উদ্বুদ্ধ করেছে। পশুদের অধিকার রক্ষার এই লড়াইয়ে রণবীরের নগ্ন শরীরকেই তাঁরা অস্ত্র করতে চাইছেন৷ আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, ‘প্রাণীদের প্রতি সহানুভূতি প্রচার করতে আপনি কি ‘অল অ্যানিমাল হ্যাভ দ্য সেম পার্টস – ট্রাই ভেগান’ ট্যাগলাইন-সহ নিরাবরণ হয়ে বিজ্ঞাপনে আসার কথা বিবেচনা করে দেখবেন? আপনার দেখার জন্য পামেলা অ্যান্ডারসনের এমনই এক বিজ্ঞাপন দেওয়া হল৷’
ওই চিঠিতে পেটা আরও জানিয়েছে, অনুষ্কা শর্মা, জোয়াকিন ফিনিক্স, কার্তিক আরিয়ান এবং নাতালিয়া পোর্টম্যানের মতো তারকারা তাদের হয়ে নিরামিষ খাওয়ার প্রচার করেন। শোনা যায়, ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’-তে চরিত্রের প্রয়োজনে রণবীরও নাকি আমিষ খাওয়া ছেড়েছিলেন৷ ফলে তিনি এই কাজের জন্য একেবারেই পারফেক্ট৷ এমনটাই মনে করছে পেটা ইন্ডিয়া কর্তৃপক্ষ।
গত জুলাই মাসে একটি পত্রিকার জন্য বেআব্রু হয়েছিলেন রণবীর৷ তাঁর সেই নগ্ন ফটোশ্যুট নিয়ে তীব্র বিতর্ক হয়। এমনকী তিনি মহিলাদের অনুভূতিতে আঘাত হেনেছেন অভিযোগ তুলে অভিনেতার বিরুদ্ধে মামলাও দায়ের করেন এক মহিলা আইনজীবী। তবে স্ত্রী দীপিকা পাড়ুকোন-সহ বহু বলিউড সতীর্থই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন৷ পেটার আমন্ত্রণের পর মনে হচ্ছে, সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন রণবীর৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>