রাজনীতিতে পায়েল ঘোষ, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দিলেন অভিনেত্রী

মুম্বই: রাজনীতিতে এলেন বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ। কিছুদিন আগে তিনি পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। আজ, সোমবার মুম্বইয়ের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (A)-তে যোগ করলেন তিনি। আরপিআই (A)-এর নেতৃত্বে আছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে।

a6b38c3b3fe62d98b593b5d0e025dcab

মুম্বই: রাজনীতিতে এলেন বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ। কিছুদিন আগে তিনি পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। আজ, সোমবার মুম্বইয়ের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (A)-তে যোগ করলেন তিনি। আরপিআই (A)-এর নেতৃত্বে আছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে।

পায়েল আরপিআই (A)-এর মহিলা শাখার সহ সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। অভিনেত্রী যখন বলিউড চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন, তখন থেকেই আটাওয়ালে তাঁকে সমর্থন করছিলেন। ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের রাজ্যপাল বিএস কোশ্যারিকে এই মামলার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান পায়েল। তখন তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আটাওয়ালে। দুজন মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার (আইনশৃঙ্খলা) ভিএন পাটিলের সঙ্গেও অভিনেত্রীর সুরক্ষার বিষয়ে কথা বলেন।

কিছুদিন আগেই অভিনেত্রী পায়েল ঘোষ চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন। বলেছিলেন, অনুরাগ অভিনেত্রীকে তাঁর বাড়িতে ডেকেছিলেন এবং কাশ্যপ সেক্সুয়াল ফেভার চেয়েছিলেন। একটি নিউজ চ্যানেলের সাথে কথোপকথনে আরও অনেক কিছু প্রকাশ করেছেন তিনি। পায়েল এও বলেন, অনুরাগ তাঁকে লজ্জা না পেয়ে এই কাজে সহায়তা করতে বলেছিলেন। এই অভিনেত্রী নিউজ চ্যানেলকে বলেন, “কাশ্যপ পরের বারও তাঁকে ফোন করেছিলেন, এবং তখন ফের তিনি তাঁকে জোর করেন। যখন আমি অস্বস্তি বোধ করতাম তখন তিনি আমাকে বলেছিলেন যে তোমার লজ্জা লাগবে না কারণ আমার মেয়েরা সারাক্ষণ এসব করে। শুধু ডাকার অপেক্ষা। তারা আমার সঙ্গে ভাল সময় কাটায়।”

জানা গিয়েছে অনুরাগের বিরুদ্ধে বেশ কয়েকটি কঠোর ধারায় মামলা করা হয়েছে। মুম্বই পুলিশের তদন্তের পর অভিযোগগুলি সত্য বলে প্রমাণিত হলে অনুরাগকে গ্রেফতার করা যেতে পারে বলে খবর। পায়েল অনুরাগের বিরুদ্ধে ৪টি ধারায় মামলা করেছে। ধারা ৩৭৬ (আই) অর্থাৎ ধর্ষণের অভিযোগ, ৩৫৪ অর্থাৎ একজন মহিলাকে তার মর্যাদা লঙ্ঘনের জন্য আক্রমণ করা, ৩৪১ অর্থাৎ কোনও মহিলাকে ভুলভাবে আটকানো এবং ৩৪২ অর্থাৎ কাউকে বন্ধক রাখা। এর মধ্যে ৩৭৬ হল জামিনের অযোগ্য ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *