মুম্বই: রেকর্ড ভাঙছে, রেকর্ড গড়ছে। মুক্তির দিন থেকে শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’-এর কাজ এটাই। প্রতিদিন কোনও না কোনও ইতিহাস তৈরি করছে এই ছবি। শেষ যে রেকর্ড করেছে ‘পাঠান’ তা হলে দেশের দ্রুততম ছবি হিসেবে ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়া। এছাড়াও বিশ্বের বাজারে ৬০০ কোটির ব্যবসার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এই অ্যাকশন ফিল্ম। সম্প্রতি জানা গিয়েছে, যশরাজ এবার সিনেমার টিকিটের দাম কমাতে চলেছে।
আরও পড়ুন- আমেরিকায় অন্য নজির! বিশ্বজুড়ে ‘পাঠান’ ছাড়াল ৫০০ কোটির ব্যবসা
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ইতিমধ্যেই জানিয়েছেন, মুক্তির প্রথম এক সপ্তাহের মধ্যেই ‘পাঠান’ ৩৫০ কোটির ব্যবসা করে ফেলছে শুধু ভারতে। এদিকে বিদেশে এই ছবির ব্যবসা চলে যাবে ৩০০ কোটি পার করে। অর্থাৎ সব মিলিয়ে ৬০০ কোটির ব্যবসাকেও ছাপিয়ে যেতে চলেছে শাহরুখ খানের এই ছবি। ইতিমধ্যেই এই ছবিটি বিশ্বজুড়ে ৫৯০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এক কথায় বলা যায়, দেশ এবং বিদেশের সিনে পর্দায় এখন শুধু ‘পাঠান’রাজ চলছে। আর এই রেশ বজায় রাখতেই বড় সিদ্ধান্ত নিয়েছে যশরাজ। জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকে টিকিটের দাম কমানো হবে এই ছবির।
” style=”border: 0px; overflow: hidden”” title=”স্থূলতা নিয়ে কোমর দুলিয়ে তাক লাগিয়েছেন তানভি! Plus-size influencer recreates Deepika’s Besharam” width=”560″>
সূত্রের খবর, কাজের মাঝেও সময় বের করে যাতে মানুষ এই ছবি দেখতে পারে তা জায়গা অনুযায়ী ‘পাঠান’-এর টিকিটের দাম ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমাতে পারেন আদিত্য চোপড়া। ছবিকে যে এত ভালবাসা দেওয়া হচ্ছে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে আবার কার্তিক আরিয়ানের নতুন ছবি ‘সহজাদা’র রিলিজ পিছিয়ে যেতে চলেছে ‘পাঠান’-এর জন্য বলে খবর। আসলে এই ‘ঝড়ের’ সামনে কেউই আসতে চাইছে না।