বিশ্বে ৬০০ কোটির ক্লাবে ঢুকে পড়ছে ‘পাঠান’, টিকিটের দাম কমাবে যশরাজ

বিশ্বে ৬০০ কোটির ক্লাবে ঢুকে পড়ছে ‘পাঠান’, টিকিটের দাম কমাবে যশরাজ

99b39f497e599b1bd4ed857428233b44

মুম্বই: রেকর্ড ভাঙছে, রেকর্ড গড়ছে। মুক্তির দিন থেকে শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’-এর কাজ এটাই। প্রতিদিন কোনও না কোনও ইতিহাস তৈরি করছে এই ছবি। শেষ যে রেকর্ড করেছে ‘পাঠান’ তা হলে দেশের দ্রুততম ছবি হিসেবে ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়া। এছাড়াও বিশ্বের বাজারে ৬০০ কোটির ব্যবসার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এই অ্যাকশন ফিল্ম। সম্প্রতি জানা গিয়েছে, যশরাজ এবার সিনেমার টিকিটের দাম কমাতে চলেছে। 

আরও পড়ুন- আমেরিকায় অন্য নজির! বিশ্বজুড়ে ‘পাঠান’ ছাড়াল ৫০০ কোটির ব্যবসা

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ইতিমধ্যেই জানিয়েছেন, মুক্তির প্রথম এক সপ্তাহের মধ্যেই ‘পাঠান’ ৩৫০ কোটির ব্যবসা করে ফেলছে শুধু ভারতে। এদিকে বিদেশে এই ছবির ব্যবসা চলে যাবে ৩০০ কোটি পার করে। অর্থাৎ সব মিলিয়ে ৬০০ কোটির ব্যবসাকেও ছাপিয়ে যেতে চলেছে শাহরুখ খানের এই ছবি। ইতিমধ্যেই এই ছবিটি বিশ্বজুড়ে ৫৯০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এক কথায় বলা যায়, দেশ এবং বিদেশের সিনে পর্দায় এখন শুধু ‘পাঠান’রাজ চলছে। আর এই রেশ বজায় রাখতেই বড় সিদ্ধান্ত নিয়েছে যশরাজ। জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকে টিকিটের দাম কমানো হবে এই ছবির।