মুম্বই: লাগাতার বিতর্ক, বয়কটের দাবি, ছবি মুক্তির আগ থেকেই সমস্যার মধ্যে পড়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’। কিন্তু মুক্তির দিন থেকেই যেন এই ছবি পণ করে নিয়েছিল যে যাবতীয় রেকর্ড ভেঙে তছনছ করে দেবে। আর হলও তাই। ‘পাঠান’ মুক্তির এক মাসও এখনও হয়নি, তার আগেই বিশ্বব্যাপী এই সিনেমা হাজার কোটির ব্যবসা করে ফেলল। প্রথম হিন্দি সিনেমা হিসেবে এই অঙ্ক পার করার নজির গড়েছে শাহরুখের এই ছবি। ব্যবসার পরিমাণ আদতে কোথায় গিয়ে থামে, সেটাই দেখার।
আরও পড়ুন- ‘সেক্স অ্যাডভেঞ্চার’-এর অভিজ্ঞতা ফাঁস ঋতাভরীর, রণবীর বললেন, যৌনতা খারাপ নাকি?
গত ২৫ জানুয়ারি মুক্তির দিনেই বিশ্ব বাজারে ১০০ কোটির বেশি টাকা কামিয়েছিল ‘পাঠান’। তারপর থেকে আর কোনও রেকর্ড বাকি রাখছে না এই ছবি। দ্রুততম ১০০ কোটি, ২০০ কোটি, ৪০০ কোটি থেকে ১০০০ কোটি, সব রেকর্ড এখন যশরাজ ফিল্মসের এই ছবির দখলে। মনে রাখতে হবে, চিনে রিলিজ করার আগেই ‘পাঠান’ এই টাকার ব্যবসা করে ফেলেছে যা অকল্পনীয়। যশরাজ ফিল্মসের দেওয়ার পরিসংখ্যান অনুযায়ী দেশে ৬২৩ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। বিদেশে এই ছবির আয় ৩৭৭ কোটি টাকা।
‘যশরাজ ফিল্মস’-এর স্পাই ইউনিভার্সের চার নম্বর ছবি হল ‘পাঠান’। এর আগে এই প্রযোজনা সংস্থা তৈরি করেছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যা’ ‘ওয়ার’-এর মতো সিনেমা৷ সেই তালিকায় নতুন সংযোজন কিং খানের এই ছবি। উল্লেখ্য, সারা বিশ্বে ভারতীয় সিনেমার ব্যবসার হিসেবে এখনও আমির খানের ‘দঙ্গল’ সেরা (২২০০ কোটি)। তবে তাকে কি টপকে যেতে পারে ‘পাঠান’?
” style=”border: 0px; overflow: hidden”” title=”কীভাবে প্রভাবশালী হয়ে উঠলেন শাহিদ ইমাম? Know about Shahid Imam’s luxurious lifestyle” width=”560″>