নয়াদিল্লি: পাঠান বিতর্কে নয়া অধ্যায়৷ এবার একেবারে শাহরুখ খানকে পুড়িয়ে মারার হুমকি দিলেন অযোধ্যার সাধু৷ পাঠানের ‘বেশরম রং’ প্রকাশ্যে আসতেই বিতর্কের আগুন ছড়িয়ে পড়ে দাবানলের মতো৷ এই ছবি অশ্লীল দাবি করে তা বয়কটের ডাক দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। সেই আগুনের আঁচ লেগেছিল দেশের বিভিন্ন রাজ্যে। মধ্যপ্রদেশের পর এবার ‘পাঠান’ ছবি নিয়ে বিতর্কের আগুনে পুড়ছে অযোধ্যা৷ শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের পোস্টারও পোড়ানো হয়েছ শহরের রাস্তায়। এ বার ‘পাঠান’-এর প্রতিবাদে পথে নামলেন তপস্বী ছাবনীর সাধুরা। শুধু তাই নয়, সেই প্রতিবাদ মিছিল থেকে পরমহংস আচার্যের হুমকি, শাহরুখ খানের সঙ্গে দেখা হলে তাঁকে জীবন্ত পুড়িয়ে দেবেন। তিনি বলেন, ‘‘আমি শাহরুখ খানকে খুঁজছি।’
আরও পড়ুন-ঐন্দ্রিলা নেই এক মাস হল, কেমন আছেন সব্যসাচী?
‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি থেকেই বিতর্কের সূত্রপাত। ছবির প্রথম গান প্রকাশ্যে আসতে না আসতেই এই ছবিকে ‘অশ্লীল’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। অযোধ্যার ওই সাধু পরমহংস আচার্যর দাবি, ছবিতে গেরুয়া রঙকে অপমান করা হয়েছে। শুঘু তাই নয়, সনাতম ধর্মকে অপমান করা হয়েছে। হিন্দুদের ভাবাবেগে আঘাত করা যেন একটা ধারা হয়ে উঠেছে৷ পরমহংস আচার্যের হুঙ্কার, ‘‘আজকে শুধু পোস্টার পুড়িয়েছি। আমি ওঁকে খুঁজছি৷ যে দিন সামনে পাব, পুড়িয়ে দেব জিহাদি শাহরুখ খানকে।’’
এখানেই থেমে থাকেননি এই আচার্য। তাঁর হুঁশিয়ারি, ‘‘এই ছবি মুক্তি পেলে সিনেমাহলও জ্বালিয়ে দেব।’’ সনাতন ধর্ম নিয়ে কেই রসিকতা করলে তাঁর প্রতিশোধ নেওয়া হবেই। তবে শুধু গেরুয়া শিবিরই নয়, পাঠান কে ভালো চোখে দেখছে না দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলিও৷ কংগ্রেসেরও একাংশও ‘পাঠান’ নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার হয়েছে। তাদের সঙ্গে সুর মিলিয়েছে কিছু মুসলিম সংগঠনও৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>