×

দেশের সফলতম হিন্দি ছবি হয়ে উঠল 'পাঠান', রেকর্ড ভাঙল প্রভাসের 

 
SRK

কলকাতা: রাজকীয় প্রত্যাবর্তন ঠিক এক মাস আগেই করে ফেলেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর ছবি 'পাঠান' মুক্তির দিন থেকেই ভেঙেছে পরপর রেকর্ড। এক কথায় এমন কোনও রেকর্ড নেই যা 'পাঠান' ভাঙেনি। তবে দেশের মধ্যে একটি রেকর্ড গতকাল পর্যন্ত নিজের জায়গায় ছিল, শনিবার তাকেও উৎখাত করলেন শাহরুখ। বলিউডের বাদশার কাছে অবশেষে হার মানলেন দক্ষিণী তারক প্রভাস। 

আরও পড়ুন- ক্যানসার ধরা পড়েছিল মার্কিন প্রেসিডেন্টের, কতটা মারাত্মক

এতদিন পর্যন্ত হিন্দিতে সবথেকে সফল ছবি ছিল 'বাহুবলী ২'। বক্স অফিসে শুধু দেশের মধ্যে হিন্দিতে তার আয় ছিল ৫১০.৯৯ কোটি টাকা। সেই রেকর্ড ভেঙে দিয়েছে 'পাঠান'। রিলিজের পর ৩৮ তম দিনে এই ছবির শুধু হিন্দিতে আয় হয়েছে ৫১১.৭০ কোটি। অর্থাৎ 'পাঠান' এখন দেশের সবচেয়ে সফল হিন্দি ছবি। হিন্দির সঙ্গে তামিল এবং তেলেগু ভাষা মিলিয়ে দেশের অভ্যন্তরে এই ছবির আয় ৫২৯.৯৬ কোটি টাকা। তবে শুধু দেশে নয়, কিং খানের এই কামব্যাক ফিল্ম বিশ্ববাজারেও রেকর্ড গড়েছে। হাজার কোটির ব্যবসা অনেক দিন আগেই করে ফেলেছে এই ছবি। এখন নতুন কোনও রেকর্ড ভাঙার দিকে এগোচ্ছে 'পাঠান'। 

দেশের মধ্যে একাধিক ছবির রেকর্ড ভাঙলেও বিশ্বমঞ্চে এখনও মূলত তিন ছবির থেকে পিছিয়ে শাহরুখের এই সিনেমা। বিশ্ব বাজারে ব্যবসায় নিরিখে এখনও শীর্ষ আছে আমির খানের 'দঙ্গল', প্রভাসের 'বাহুবলী ২', যশের 'কেজিএফ ২'। আমিরের ছবি চিনে ব্যবসা করে ২ হাজার কোটির গণ্ডি পেরিয়েছিল। বাকি দুই ছবির আয় যথাক্রমে আঠারোশো কোটি, বারোশো কোটি টাকা। সেই জায়গায় 'পাঠান' চিনের রিলিজ ছাড়াই এখনও পর্যন্ত প্রায় ১ হাজার ৩০ কোটির কাছাকাছি ব্যবসা করে ফেলেছে। 

From around the web

Education

Headlines