চেনা বলিউডি বিয়ের সাজ পরিণীতির, বর রাঘবও ছিমছিম, আলাদা শুধু কনের ওড়নাটুকু

চেনা বলিউডি বিয়ের সাজ পরিণীতির, বর রাঘবও ছিমছিম, আলাদা শুধু কনের ওড়নাটুকু

parineeti chopra 

মুম্বই:  অপেক্ষার অবসান৷ রবিবার এক হয়ে গেল আম আদমি পার্টি তথা আপ সাংসদ রাঘব চড্ডা আর পরিণীতি চোপড়ার চার হাত। লেখা হল রূপকথার কাহিনী৷ ঝাঁ চকচকে আয়োজনে উদয়পুরের বিলাসবহুল ‘দ্য লীলা প্যালেস’ হয়ে উঠেছিল স্বপ্নপুরী৷  উদয়পুরে পিচোলা হ্রদের ধারে গাঁটছড়া বাঁধলেন রাঘব ও পরিণীতি। বিয়ের প্রতি মুহূর্তের আপডেট মিললেও, অপেক্ষা ছিল, কখন দেখা যাবে তাঁদের বিয়ের ছবি। উদ্‌গ্রীব ছিলেন অনুরাগীরাও। রাতে অবশ্য অপেক্ষার অবসন ঘটেনি৷ অবশেষে সোমবার সকালে বিয়ের ছবি পোস্ট করলেন নব দম্পতি৷ তবে বিয়ের সাজে মিলল না বিশেষ চমক৷ বরং দেখা গেল চেনা ঝলক৷ 

 

 

 

পরিণীতি সেজেছিলেন মণীশ মলহোত্রার ডিজাইন করা পোশাকে। রাঘবের পোশাক তৈরি করেন পোশাকশিল্পী পবন সচদেব৷ তবে কারও পোশাকেই নতুন ভাবনার প্রকাশ ঘটেনি৷ আর পাঁচজন বলি তারকার মতোই ছিল রাঘব-পরিণীতির বিয়ের পোশাক৷ পরিণীতির সাজে আলাদা বলতে ছিল শুধুই তাঁর ওড়না৷ সোনালি ভেইলের পিছনে দেবনগরি হরফে লেখা ছিল ‘রাঘব’। মণীশ জানিয়েছেন, এই ওড়নায় রয়েছে ‘বদলা’ কারুকাজ৷ সবটাই করা হয়েছে হাতে৷ 

 

 

এদিন সোনালি-আইভরি লেহঙ্গায় সেজেছিলেন নায়িকা। লেহঙ্গা জুড়ে ছিল সিরোস্কি স্টোনের কারুকাজ। গলায় চওড়া নেকপিস৷ তাতে রয়েছে হিরে, পান্না এবং অন্যন্য পোলকি পাথরের কারুকাজ৷ মাথায় স্টোনের টিকলি। কানে কানপাশা। গোলাপি রঙের চূড়ার সঙ্গে ছিল হিরের মোটা চুড়ি, হাতপদ্ম আর কলিরে। কেশ সজ্জাতেও দেখা গেল আলিয়া ভাটের কনে সাজের ছোঁয়া৷  খোঁপা নয়, বরং রণবীর ঘরণীর মতোই খোলা চুলে বিয়ে সারলেন পরিণীতি৷ তবে মেকআপ ছিল খুবই হালকা৷ ছিমছাম সাজ। আলিয়া ছাড়াও পরুণীতির সাজে মিলল কিয়ারা আডবাণীর কনেসাজের ঝলক৷ আলিয়ার সোনালি শাড়ি আর কিয়ারার গোলাপি লেহঙ্গা মিশেলেই যেন বোনা হল পরিণীতির বিয়ের সাজ৷ 

 

এদিকে, বর রাঘবও বেশ ছিমছাম৷ তাঁর শেরওয়ানিতে দেখা গেল না কোনও রকম কারুকাজ। মাথায় সোনালি পাগড়ি, কাঁধে ওড়না, গলায় মোতির মালা৷ রাঘবের পোশাকশিল্পী পবনের কথায়, ‘‘রাঘব খুবই ছিমছাম অথচ অভিজাত পোশাক পছন্দ করেন। সেই রকম পোশাক ওর পেশা ও ব্যক্তিত্বের সঙ্গেও মানায়। বেশি কারুকাজ করা চকচকে পোশাক রাঘবের না-পসন্দ৷ সেটা মাথায় রেখেই ওর জন্য বিয়ের পোশাক তৈরি করেছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 9 =